ব্যবসার ব্যাপারে অনেকের মুখেই শোনা যায় যে,এটা তার সন্তানের মত।অথচ আমরা আমাদের সন্তানের বেলাতে যেকোন উপায়েই তার চাহিদা অর্জন করে দিয়ে থাকি অথচ ব্যবসার বেলাতে বলি- সক্ষমতা বা এবিলিটি হলে ওমুক করবো/তমুক করবো।
মুখে বলা আর সেটা করে দেখানো এক জিনিস না রে ভাই।যারা পারে তারা মুলত,সময় আর সুযোগ তৈরি করে,তারা সুযোগের জন্য অপেক্ষা করেনা।