উদ্যোক্তাদের,উদ্যোগ থেকে ইনকাম হবার পরিবর্তে

উদ্যোক্তাদের,উদ্যোগ থেকে ইনকাম হবার পরিবর্তে শুধুই হতাশা আর টাকা নষ্ট করে ফেলার আফসোস হবার পিছনে যে কারনগুলি বড় ভুমিকা রাখে তারমধ্যে একটা হলো- CEO এর মিনিং চেঞ্জ করে ফেলা।
CEO এর মিনিং Chief Executive Officer, যার মুল কাজ হলো- কোম্পানিটাকে চালানো।অথচ আমরা এটার মিনিং করেছি হলো- Chief Everything Officer অর্থাৎ একাই সব করার জন্য তৈরি।
এই রোগ বাংলাদেশের ৯০% এর ও বেশি উদ্যোক্তার মধ্যে বিরাজমান।এবং ওনারা এই কথাটা সব জায়গায় ফলাও করে বলেও বেড়ান এবং সেটা নিয়ে ওনাদের কোন মাথাব্যাথা নেই।
নিজের প্ল্যান রেডি করে,একটা বিজনেস রেডি করে জাস্ট টিম গঠন করে সবাইকে যার যার দ্বায়িত্ব বুঝিয়ে দিয়ে, নিজে সেটাকে মনিটরিং করে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা মুলত CEO এর হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *