একজন স্টার্টআপ বা একজন উদ্যোক্তার যে স্কিলগুলি অবশ্যই জানা দরকার সেগুলি নিয়ে লিখবো ভেবেছি অনেকদিন হলো।অনেকেই ইনবক্সে এটা নিয়ে কথা বলেন বলেই আমি আজকের তালিকাটা দিচ্ছ।যদি উপকারে আসে তাহলে সেভ করে বা শেয়ার করতে পারেন।
যে স্কিলগুলি একেবারে রুট লেভেল থেকে লাগবেই-
১. ক্যাপশন কপিরাইট।
২. কন্টেন্ট ডিজাইন।
৩. Money Management
৪. প্রোডাক্ট প্রাইসিং
৫. Supply Chain Management
৬. অফার ডিজাইন
৭. How to talk to a customer.
৮. ব্যবসায়ের স্ট্রং শব্দগুলি।
৯. কাস্টোমার সার্ভিস।
১০. প্রোডাক্ট / সার্ভিস ডিজাইন।
১১. টিম ওয়ার্ক।
১২. নেটওয়ার্ক বিল্ডিং।
১৩. কমিউনিকেশন স্কিল।
১৪. বেসিক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি।
১৫. বেসিক এক্সেল শিট মেইনটেইন।
১৬. Google Drive
১৭. প্রপোজাল লেটার সাবমিট।
১৮. How to become a CEO
১৯. টিম লিডিং।
২০. টাইম ম্যানেজমেন্ট।
সব একসাথে শিখতে চাওয়ার দরকার নেই।নিজের এই স্কিল অর্জনের একটা ট্রাকিং শিট বানান।কোন কোন স্কিল কোন সময়ে অর্জন করতে চান সেটার একটা ডেডলাইন দিয়ে দিন।ট্রাকিং শিটে ঐগুলা ট্রাক করুন।
একজন CEO কে আসলে জানতে হয় একটা টিমকে পরিচালনা করতে আর তাই এগুলা সম্পর্কে ধারনা থাকলে,কার স্যালারি কেমন হওয়া উচিত তার স্কিল কেমন হওয়া উচিত এগুলি নিয়ে ধারনা তৈরি হয়।
সর্বোপরি নিজেকে ছোট ছোট স্কিলের জন্য একটু বেশি ভ্যালু এড করা যায়।