Weekend মানেই আমাদের কাছে একটা আনন্দের উপলক্ষ্য।

Weekend মানেই আমাদের কাছে একটা আনন্দের উপলক্ষ্য।
আজকে ঘুমাতে যাবার আগে,একটু শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিজের to do list check করে দেখুন তো,কত % কাজ আপনি করতে পেরেছেন।
একটু দেখে নিন-
✅ টার্গেটেড কাজগুলির কতটুকু করতে পারলেন
✅ গত সপ্তাহের তুলনায় আপনার ঠিক কতটুকু উন্নতি হলো
✅ আজকের দিনের সবগুলি কাজ করতে পেরেছেন কিনা
✅ আগামীকাল টাকে কিভাবে কাজে লাগাবেন
✅ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটা ভাসা-ভাসা হলেও টু ডু লিস্ট বানান।
যদি আপনার ১% উন্নতিও হয়ে থাকে,তাহলে বুঝে নিবেন আপনার উন্নতি হচ্ছে এবং আপনি সঠিক ট্রাকেই আছেন।আর সাপ্তাহিক গোল এচিভ হয়ে গেলে নিজেকে একটা ছোট্ট ট্রিট নিজেই দিয়ে নিতে পারেন।এতে কনফিডেন্স বাড়বে।
Happy Weekend to all 💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *