ফেসবুক মার্কেটিং: মিথ বনাম বাস্তবতা

আমরা অনেকেই হয়তো জানেন না যে, বাংলাদেশে মোট ফেসবুক ইউজারের সংখ্যা ৬ কোটি। আর এখান থেকে আপনি যদি এর ১% — অর্থাৎ ৬ লাখ মানুষকে টার্গেট করে ১০০ টাকা করেও লাভ করে একটা প্রডাক্ট সেল করতে পারলে তো ৬ কোটি টাকা মিনিমাম প্রফিট জেনারেট করতে পারবেন।
তবে এই কথাটা গাণিতিকভাবে ঠিক হলেও বাস্তব এই জীবনে সম্পূর্ণ ভুল ধারণা।
কেন এটা এত সহজ নয়?
1️⃣ ফেসবুকে Reach মানেই Buyer না- আপনি ৬ লাখ মানুষকে দেখাতে পারবেন,কিন্তু সবাই কিনবে না।
গড়ে ১০০০ জন দেখলে ১–২ জন কিনে।মানে ৬ লাখ বায়ার পেতে চাইলে আপনাকে কমপক্ষে ৬–১২ কোটি মানুষের কাছে পৌঁছাতে হবে!
2️⃣ Ad তো Free না – ১ কোটি reach দিতে গেলেই আপনার খরচ হবে প্রায় ২০–৪০ লাখ টাকা।এটা কিন্তু কোনো ম্যাজিক না,এটা pure business investment।
3️⃣ Product & Trust Matter Most – মানুষ শুধু দেখলে কিনে না।বিশ্বাস করতে চায়, ব্যবহার করতে চায়, রিভিউ দেখতে চায়।আর এই বিশ্বাস গড়ে তুলতে সময় লাগে।
4️⃣ Consistency is the Key – একটা ভিডিও কন্টেন্ট ভাইরাল হলেই ব্যবসা দাঁড়ায় না।কনটেন্ট, কাস্টমার সার্ভিস, ডেলিভারি —সব মিলিয়ে একটা ব্র্যান্ড গড়ে ওঠে।
5️⃣ Content is not free – কনটেন্ট মেকিং তো ফ্রী না।এই লেভেলে বিজনেসের প্ল্যান থাকলে তার জন্য কেমন কনটেন্ট বানাতে হবে, সেটার জন্য কেমন ইনভেস্টমেন্ট যাবে এটাও ভাবা দরকার।এখানেও বাজেট লাগবে।
তাহলে আসল সত্যটা কী?
৬ কোটি টাকা আয় করা অসম্ভব না,কিন্তু “একটা এডেই” সম্ভব না।সম্ভব “ধাপে ধাপে”। যখন আপনি-
– দারুণ প্রোডাক্ট বানাবেন,
– স্মার্ট মার্কেটিং করবেন,
– কাস্টমারকে বুঝবেন,
– তাদের বিশ্বাস জিতবেন,
– Consistent থাকবেন মার্কেটে,
– বিজনেস টা শুধুই টাকা ইনকামের নেশাতে না করবেন, তখনই সম্ভব।
“ফেসবুক এডস ম্যাজিক নয় — এটা একধরনের বিজ্ঞান।আপনি যদি স্ট্র্যাটেজি জানেন,ধারাবাহিকভাবে কাজ করেন,তাহলে এই ৬ কোটি টাকাও একদিন বাস্তব হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *