ইন্টারনেটে আপনার সিক্রেট বলে কিছুই থাকবেনা

আর কিছুদিন পর, ইন্টারনেটে “গোপন” বলে কিছুই থাকবে না এমনটাই সতর্ক করেছেন Telegram-এর প্রতিষ্ঠাতা Pavel Durov।
নিজের ৪১তম জন্মদিনে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন-
“ভবিষ্যৎ প্রজন্ম আর মুক্তভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না,
কারণ পৃথিবী দ্রুত ডিজিটাল নিয়ন্ত্রণের ফাঁদে পড়ছে।”
তিনি উদাহরণ হিসেবে দেখিয়েছেন কয়েকটি দেশের নীতি —
UK: চালু করছে “Digital ID”, যাতে অনলাইনে নাগরিকদের পরিচয় ট্র্যাক করা যাবে।
Australia: আনছে “Online Age Check System” যা ব্যক্তিগত গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ করবে।
European Union: অনুমোদন দিয়েছে “Mass Scanning of Private Messages” আইন।যেখানে এমনকি আপনার চ্যাট ও ভয়েস মেসেজও স্ক্যান করা হতে পারে।
Germany: সরকারবিরোধী মন্তব্য করলেই মামলা হয়।
France: স্বাধীনমত দেওয়া টেক উদ্যোক্তাদের ক্রিমিনাল তদন্তে টেনে নিচ্ছে।ভয়ঙ্কর বাস্তবতা হলো আপনি যখন ভাবছেন, “এটা তো আমার প্রাইভেট মেসেজ” তখন হয়তো কেউ সেটা পড়ছে, বিশ্লেষণ করছে, সংরক্ষণ করছে।
আমাদের প্রতিদিনের ফোন কল, লোকেশন, ক্যামেরা, ভয়েস সবকিছু এখন ট্র্যাকযোগ্য।আর এই তথ্যের অপব্যবহার হলে কী ভয়াবহ বিপদ ঘটতে পারে, তা শুধু সময়ের অপেক্ষা।
তিনি আরও বলেছেন, “আমরা হয়তো এমন এক দুনিয়ায় প্রবেশ করছি, যেখানে স্বাধীন মত প্রকাশই হবে অপরাধ।”
তাই এখনই সময় সচেতন হওয়ার।কারণ, আজ যেটাকে আমরা “সুবিধা” ভাবছি,কাল সেটা হয়তো হবে আমাদের নজরদারির হাতিয়ার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *