অনেকেই প্রশ্ন করেন যে, ভাইয়া ফেসবুক পেইজে আমার সকল ফ্রেন্ড রা কেন আমার পোষ্ট দেখতে পাচ্ছে না?
– কেন পেইজের রিচ থাকছে না?
– পেইজে লাইক ১০০০০ কিন্তু রিচ কেন ১০০?
ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ি যে সব ফ্যান পেজের ৯০% পোস্টে লাইক/কমেন্ট না করবে তাদের হোম পেজে সেই পেজের পোস্ট আর কখনো শো করবেনা।
তাই আপনাদের পেইজের সকলের কাজে আসে এমন পোষ্ট করুন।
এবং পেইজ নোটিফিকেশন অপশন চালু করে রাখার জন্য বলুন সবাই কেন তাছাড়া আপনাদের লাইক/কমেন্ট আমাকে আরও ভাল পোস্ট করতে অনুপ্রেরণা জোগাবে, এই মর্মে লিখুন।
বেশি বেশি গঠন মূলক কমেন্ট করতে পারে এমন ইন্টারএকশন বেইজড পোষ্ট করুন।কীভাবে সকলেই পেইজের নোটিফিকেশন পাবে সেজন্য নিচের লেখা টি কপি করে আপনার পেইজে দিতে পারেন।
প্রথমে ফেসবুক এপসেঃ পেইজের হোমে গিয়ে উপরের অপশন বারের More অর্থাৎ ••• এই আইকনে ক্লিক করুন
Notification ক্লিক করে Status Updates ও অন্য সব সিলেক্ট করে দিন।
সর্বোপরি কন্টেন্ট ভালো হলে পাবলিক থাকবে এটাই ভাবুন, তাই কন্টেন্ট ক্রিয়েট করুন সুন্দর করে।