সাইবার নিরাপত্তা ঝুঁকি এড়াতে আমাদের সবার আগে করনীয় হলো- একটা Strong Password সেট করা।আমরা এই শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে যেয়ে সবাই কিছু কমন ভূল করে থাকি।সেগুলি হলো-
নিজের নাম দেয়া।
নিজের জন্ম তারিখ।
নিজের বন্ধুর নাম।
নিজের পোষা প্রানীর নাম।
নিজের মোবাইল নাম্বারের কয়েকটি সংখ্যা।
এগুলি দেয়া থাকে বলেই ম্যাক্সিমাম হ্যাকার এগুলিকে টার্গেট করে ফেলতে পারে সহজে এবং পাসওয়ার্ড ব্রেক করে আপনার আইডিটা হ্যাক করতে পারে।
এই সকল ক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড হিসাবে যা ব্যবহার করতে পারেন-
একটা প্রিয় শব্দ।
নিজের পছন্দের কোন সংখ্যা।
এরসাথে স্পেশাল কিছু সিম্বল যেমন – @,#,&,% ইত্যাদি।
মিনিমাম ৮ ক্যারেক্টার ইউজ করুন এবং অবশ্যই সাথে কিছু নাম্বার ও স্পেশাল ক্যারেক্টার ইউজ করুন।
Strong Password Example-
Graphic@%357&@
মানুষ আপনাকে রিড করলেই যদি আপনার পাসওয়ার্ড কি হতে পারে ধারনা করে ফেলতে পারে তাহলে তো আইডির সিকিউরিটি থাকলোনা।
Newsletter Updates
Enter your email address below and subscribe to our newsletter