Another Star is on the making-01

Another Star is on the making-01
আমাদের এই Learning & gaining platform এ ইতিমধ্যেই উঁকি দিতে শুরু করেছেন আরো একটা তারা।
এই মানুষটিকে দেখে অবাক হচ্ছি আবার অনুপ্রেরণাও পাচ্ছি।আমি প্রায় প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে আমার ফেসবুক ওয়ালে আসলেই দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পোষ্ট।
যা যা নিয়ে ওনার পোষ্ট দেখেছি-
✅ রিডিং পোষ্ট
✅ রাইটিং পোষ্ট
✅ ভিডিও প্রেজেন্টেশন
✅ আইটি বেইজ
✅ পডকাষ্ট
✅ আরিফা মডেল
✅ ইংরেজি পত্রিকার পোষ্ট
যেভাবে আপু এগিয়ে চলেছেন,তাতে সফলতা ধরে দিলো বলে।আশা করায় যাচ্ছে যে,আমরা পেতে চলেছি আরো একজন স্টার যিনি None other than আমাদের প্রিয়মুখ Julekha Akanda Juma আপু।
আপুর জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *