এখন Artificial Intelligence (Ai) এর যুগ। অনেকেই হা-হুতাশ করছেন Ai এসে তাদের কাজ নিয়ে নিচ্ছে।কথাটা আসলে মিথ্যা নয়, World Economic Forum এর এক সমীক্ষায় দেখা গেছে ২০২৫ সালের মধ্যে Ai এর কারনে ৮৫ মিলিয়ন মানে সাড়ে আট কোটি মানুষের জব চলে যাবে।
বিষয়টা আসলেই চিন্তার এবং দুঃখজনক। কিন্তু মন খারাপ করার কিছু নেই। কারন সেই গবেষণা থেকে আরো একটা অবাক করার মত বিষয় হচ্ছে AI এর কারনে ২০২৫ সালের মধ্যে ৯৭ মিলিয়ন নতুন জবের সৃষ্টি হবে।
কাজেই আমরা বলতে পারি মানুষের জব চলে যাবে না, জব ক্যাটাগরির চেঞ্জ হবে। এখন কথা হলো- যারা, Ai এর সাথে তাল মিলিয়ে নিজের জব ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারবে, তারাই টিকে থাকবে। যারা পারবেনা তারা ঝরে যাবে। এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন।
মনে রাখবেন Ai আসলে আপনার জব খাবে না, আপনার জব খাবে Ai এর পিছনের মানুষটা, যে এই Ai কে ইফেকটিভলি কাজে লাগাচ্ছে।যিনি এটাকে কাজে লাগাচ্ছেন,তিনি এগিয়ে যাবেন আর কোম্পানিগুলি ঐ স্কিলড ব্যাক্তিকেই হায়ার করবে।
এই ২০২৪ সালের সময়ে এসে, যারা সহজ কাজ দিয়ে কিভাবে অনলাইনে ভাল করা যাবে এই চিবতা নিয়ে ঘুমাচ্ছেন ,তারা আসলে বোকার স্বর্গেই বসবাস করছেন। কারন, যে সব কাজ সহজেই করা যায় সেগুলো খুব সহজেই Ai রিপ্লেস করে দিচ্ছে।
আমাদের হলুদ মিডিয়া আর ফ্রিল্যান্সিং শেখানোর নাম করে ধান্দাবাজ স্কামারেরা, নতুনদেরকে সব থেকে বেশি ক্ষতি করছে। এরা বাস্তবতাকে তুলে না ধরে, নতুনদেরকে আলিক স্বপ্ন দেখিয়ে সবাইকে বিভ্রান্ত করছে। কাজেই আমি বলব, যারা অনলাইন প্রফেশনে আসতে চাচ্ছেন তারা সময় নিয়ে ভাল করে স্কিল ডেভেলপ করে এর পরে আসেন। আর কিভাবে Ai কে ইফেক্টিভলি কাজে লাগানো যায় সেটা ভাল করে শিখুন। আপনি অনেক ভাল করবেন।
প্রায়ই দেখা যায় স্কামারদের চটকদার বিজ্ঞাপন আর সেখানে সহজেই ইনকাম করতে চাওয়া মানুষদের ভীড়।আমি এগুলি দেখে অবাক হই,আসলেও কি এই যুগে মানুষ এত বোকা আছে? মানুষকে বোকা বানিয়ে এভাবে ইনকাম করা যায়?
দেখলাম এক স্কামার বায়ারদের মেসেজ রিপ্লাই দেয়ার কিছু টেক্সট কালেকশন করে ই-বুক বানিয়ে চড়া দামে বুষ্টিং করে বিক্রি করছে। নতুনেরা না বুঝেই এসব কিনছে। অথচ এখন Ai দিয়ে সহজেই এসব করা যায়। বায়ার কমিউনিকেশন কতটা সহজ হয়ে গেছে, সেটা প্র্যাক্টিক্যালি না করলে বোঝা যাবে না।
এমন এমন AI চলে এসেছে যে, আপনি বায়ার মেসেজ সিলেক্ট করে শুধু কয়েকটা কমান্ড দেবেন, সে সুন্দর ভাবে বায়ারের মেসেজের উত্তর দিয়ে দিবে। শুধু তাই না আপনি Ai কে নিজের মত করে ট্রেইন্ড করতে পারবেন। সে হুবহু আপনার স্টাইলে বায়ারের সাথে চ্যাটিং করবে, বায়ারের সাধ্য নেই ধরার। আরো বিস্তারিত বলতে গেলে পোষ্ট অনেক বড় হয়ে যাবে, আমি সেদিকে গেলাম না। তাই আমি বলব স্মার্ট হোন, প্রযুক্তিকে কাজে লাগান।