Basic IT শিক্ষা কন্টেন্ট – 02

 কম্পিউটার কি?
কম্পিউটারের অনেক রকমের সংজ্ঞা আছে কিন্তু আমি একটি সংজ্ঞা দিয়ে থাকি সব সময়, চলুন একটু দেখে আসি-
কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা তার ইনপুট কৃত ডাটাকে প্রসেসিং
এর মাধ্যমে আউটপুটে প্রেরন করে।
কম্পিউটার (Computer) শব্দটির আভিধানিক অর্থ গণণা যন্ত্র বা হিসেবকারী যন্ত্র।
পূর্বে কম্পিউটার দিয়ে শুধু মাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো। কিন্তু বর্তমানে
অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ
নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়।
কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে। কম্পিউটারে
কাজ করার গতি হিসাব করা হয় ন্যানোসেকেন্ড (NS) এ । ন্যানোসেকেন্ড হচ্ছে এক
সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ সময় মাত্র।
কম্পিউটারের অভ্যন্তরে রয়েছে অনেক বর্তনী। ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের
যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। ইলেকট্রনিক সংকেতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে
কম্পিউটার ল্যাংগুয়েজ বা কম্পিউটারের ভাষা।
কম্পিউটারের বোধগম্য এ ভাষার মাধ্যমে কম্পিউটারে যে নির্দেশ দেয়া হয় তারই ভিত্তিতে
কম্পিউটার ফলাফল প্রদান করে। কম্পিউটারের নির্দেশাবলিকে বলা হয় প্রোগ্রাম।
প্রোগ্রাম ছাড়া কম্পিউটার একটি জড় পদার্থ ভিন্ন আর কিছু নয়। উপযুক্ত প্রোগ্রামের
ফলে কম্পিউটার জড় পদার্থ হতে গাণিতিক শক্তিসম্পন্ন বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে পারে।
কিছু বেসিক প্রশ্ন ও উত্তর-
Q. কম্পিউটার আবিষ্কার কে করেন?
A. চার্লস ব্যাবেজ। তিনি 19 শতকের গোড়ার দিকে প্রথম যান্ত্রিক কম্পিউটারটি আবিষ্কার করেছিলেন।
Q. র‌্যাম এবং রম-এর ফুল ফর্ম কি?
A. RAM- Random Access Memory (র‌্যান্ডম অ্যাক্সেস মেমোরি). ROM- Read Only Memory (রিড অনলি মেমোরি)
Q. সিপিইউর প্রধান অংশগুলি কী কী?
A. সিপিইউ-র তিনটি প্রধান উপাদান – কন্ট্রোল ইউনিট, তাৎক্ষনিক অ্যাক্সেস স্টোর এবং গাণিতিক ও যুক্তি ইউনিট।
Q. ভাইরাস আপনার কম্পিউটারকে কী করতে পারে?
A. কিছু কম্পিউটার ভাইরাস প্রোগ্রামগুলিকে ক্ষতিগ্রস্থ করে, ফাইলগুলি মুছে ফেলতে পারে বা হার্ড ড্রাইভ পুনরায় ফর্ম্যাট করে আপনার কম্পিউটারের ক্ষতি করতে পারে।
যারা বেসিক থেকে শিখতে পারবেন মন দিয়ে তারা এসময় ডি পি বি কে লিড করবেন ইনশাআল্লাহ।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *