Instagram
আমাদের আজকের আলোচিত টপিক টি হলো ইন্সটাগ্রাম।
জেনে নিব কি করে ইন্সটাগ্রাম আর এইটা আসলে কি জিনিস?
Instagram হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ ফেসবুক ও টুইটারের ন্যায় ইন্সটাগ্রামের মাধ্যমে আপনি আপনার ইমেজ ও ভিডিও সহ পোষ্ট করতে পারবেন।
তবে এক্ষেত্রে আপনাকে ১৫ সেকেন্ডের ভিডিও পাবলিশ করতে হয়।
প্রতিদিন ৩০০ মিলিয়নের ও বেশি মানুষ ইন্সটাগ্রাম ব্যাবহার করে থাকে।
প্রতিদিন ৭০ মিলিয়নের বেশি স্থির চিত্র ও ভিডিও আপলোড করা হয় ইন্সটাগ্রামে।
এর কাজ কি?
এক বন্ধু অপর বন্ধুর সাথে যোগাযোগ করতে পারে। আপনি আপনার বন্ধুদের প্রোফাইল,ছবি, ভিডিওতে ফলো, লাইক, কমেন্ট করতে পারবেন এবং অন্যরা ও আপনাকে ফোলো, লাইক, শেয়ার এবং Massage করতে পারবে।
কিভাবে এই একাউন্ট তৈরী করবেন?
তারপর-
Sign up with Facebook
OR
Sign up with email or phone
Sign up with email or phone ই ক্লিক করবেন তবে আপনি চাইলে
Facebook দিয়ে ও সাইন আপ করতে পারবেন। আবার ফোন নাম্বার বা ইমেইল দিয়ে তৈরী করতে পারেন। তবে ইমেইল দিয়ে তৈরী করা খুব ভালো।
আপনি এর পরের স্টেপ গুলি জানতে চাইবেন কিন্তু আমার বিশ্বাস আপনি পারবেন।
না পারলে কমেন্ট করুন।