Business Branding Tips – 01

🎙️ অন্যের কণ্ঠে নয়, নিজের পরিচয়ে কথা বলুন… 🎙️
“You can’t build a brand on a borrowed voice, find yours.”
অর্থাৎ, ধার করা কণ্ঠে, নকল চিন্তায় কিংবা কপি করা স্টাইলে আপনি কখনও শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে পারবেন না।
মনে রাখবেন, প্রত্যেক ব্র্যান্ডের একটা নিজস্ব কণ্ঠস্বর থাকে।
সেটা কেবল শব্দের মধ্যে নয়, মেসেজ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ — সবকিছুর মধ্যে প্রকাশ পায়। যারা নিজের কণ্ঠ খুঁজে পায়, তারাই বাজারে আলাদা হয়ে দাঁড়ায়।
🚫 ট্রেন্ড দেখে চলা বা অন্যের কনটেন্ট হুবহু কপি করে কিছুদিন আলোচনায় আসা যায়, কিন্তু টিকে থাকা যায় না।
✅ নিজের ভিতরের গল্প, দর্শন, স্বকীয়তা — সেগুলোকেই যখন আপনি সাহসের সাথে প্রকাশ করেন, তখনই তৈরি হয় ট্রাস্ট আর ট্রু ব্র্যান্ড আইডেনটিটি।
প্রশ্ন একটাই — আপনি কি এখনও ধার করা কণ্ঠে কথা বলছেন, নাকি নিজেরটা খুঁজে পেয়েছেন?
ভেবে দেখুন… কারণ ব্র্যান্ড শুধু ব্যবসা নয়, এটা বিশ্বাসের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *