
Branding isn’t for everyone — and that’s the point.
সফল ব্র্যান্ডিং শুরু হয় এটা বুঝে যে, আপনি সবার জন্য না।
সবাইকে খুশি করার চেষ্টা ব্র্যান্ডকে দুর্বল করে তোলে।একটি শক্তিশালী ব্র্যান্ড জানে— কাদের জন্য সে কাজ করে, আর কাদের জন্য নয়।

যারা আপনাকে বুঝবে না, তাদের জন্য আপনার ব্র্যান্ড নয়।

যারা আপনার মুল্যবোধ, পণ্যের মান, বা পরিষেবার সঙ্গে মেলে না — তারা আপনার গ্রাহক নয়।
“Clear positioning builds strong perception.”
নিজেকে, নিজের বাজারকে এবং নিজের ‘না’-কে স্পষ্টভাবে চিনুন।
তবেই তৈরি হবে আসল ব্র্যান্ড ভ্যালু।