Business Branding Tips – 05

🎯 A pretty brand without positioning is just decoration.
শুধু সুন্দর লোগো, ভালো ডিজাইন, আকর্ষণীয় ক্যাম্পেইন দিয়ে ব্র্যান্ড বড় হয় না।
আপনার ব্র্যান্ড কোথায় দাঁড়াবে, কাদের জন্য কাজ করবে, কী সমস্যার সমাধান দেবে — এই ‘পজিশনিং’ না থাকলে সবকিছুই ফাঁপা।
✅ Positioning ছাড়া সুন্দর ব্র্যান্ড মানে দেয়ালে একটা দাগ — কেউ মনে রাখে না, কেউ গুরুত্ব দেয় না।
✅ Positioning স্পষ্ট থাকলে ব্র্যান্ড শুধু দেখা যায় না, সেটা মানুষের মনে জায়গা করে নেয়।
” Beautiful designs catch the eye, Clear positioning captures the market.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *