Business Branding Tips – 07

Don’t brand for where you are now, brand for where you are going.
বর্তমান অবস্থার জন্য ব্র্যান্ড তৈরি করলে আপনি আজকের সীমার মধ্যেই আটকে যাবেন।
সফল ব্র্যান্ডিং মানে নিজেকে আজ যেখানে দেখতে চান, তার চেয়েও বড় ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
✅ আজ আপনি ছোট, কিন্তু আপনার লক্ষ্য বড় — তাই ব্র্যান্ডিংও হতে হবে সেই উচ্চতা মাথায় রেখে।
✅ যারা কেবল এখনকার বাস্তবতা দেখে ব্র্যান্ড বানায়, তারা ভবিষ্যতের বাজারে টিকতে পারে না।
Brand for growth.
Brand for the vision.
Brand for the future.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *