Business Branding Tips – 09

“মানুষ লোগোর আগে মুখে বিশ্বাস করে। তাই নিজেকে সামনে আনুন।”
ব্র্যান্ড মানে শুধু একটা লোগো না।একটা লোগো তখনই বিশ্বাসযোগ্য হয়, যখন তার পেছনে একটা “মানুষ” থাকে।
📌 মানুষ সম্পর্ক তৈরি করে মানুষের সাথে,
না যে লোগোটা ঘুরে ঘুরে দেখছে,না যে কালার কোড বা টাইপোগ্রাফিতে সৌন্দর্য লুকিয়ে আছে।
👤 আপনি নিজে যদি সামনে না আসেন —
আপনার কণ্ঠ, গল্প, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ যদি না উঠে আসে —
তাহলে ব্র্যান্ডটা রোবটের মতো হয়ে যায়। প্রাণহীন, অনুভূতিহীন।
তাই মনে রাখুন:
“People trust faces before they trust logos. Show up.”
নিজেকে লুকিয়ে রাখবেন না।আপনার উপস্থিতিই হতে পারে ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *