“ব্র্যান্ডিং হলো দীর্ঘমেয়াদি কৌশল, ক্ষণিকের কৌশল নয়।”
বেশি লাইক, তাত্ক্ষণিক সেলস, বা হঠাৎ ভাইরাল —
এসব short-term tactics দিয়ে আপনি হয়তো নজরে আসবেন, কিন্তু সেটা “ব্র্যান্ড” তৈরি করে না।
সত্যিকারের ব্র্যান্ড গড়ে উঠে সময়ের সঙ্গে,
ধৈর্যের সঙ্গে, কনসিস্টেন্সি আর কেয়ারিং ভ্যালুর মাধ্যমে।

যারা শুধু অফার আর ডিসকাউন্ট দিয়েই এগুতে চায়,
তারা ক্রেতা পায়, কিন্তু ভক্ত (loyal fan) পায় না।
“Branding is a long game strategy, not short-term tactics.”