Business Branding Tips – 10

“ব্র্যান্ডিং হলো দীর্ঘমেয়াদি কৌশল, ক্ষণিকের কৌশল নয়।”
বেশি লাইক, তাত্ক্ষণিক সেলস, বা হঠাৎ ভাইরাল —
এসব short-term tactics দিয়ে আপনি হয়তো নজরে আসবেন, কিন্তু সেটা “ব্র্যান্ড” তৈরি করে না।
সত্যিকারের ব্র্যান্ড গড়ে উঠে সময়ের সঙ্গে,
ধৈর্যের সঙ্গে, কনসিস্টেন্সি আর কেয়ারিং ভ্যালুর মাধ্যমে।
💡 যারা শুধু অফার আর ডিসকাউন্ট দিয়েই এগুতে চায়,
তারা ক্রেতা পায়, কিন্তু ভক্ত (loyal fan) পায় না।
তাই মনে রাখুন:
“Branding is a long game strategy, not short-term tactics.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *