Business Branding Tips – 11

“দৃশ্যমানতা অর্থহীন, যদি মনে না থাকে।”
আজকাল সবাই চায় ভাইরাল হতে, চায় মানুষ তাকে দেখুক, চিনুক।কিন্তু শুধু চোখের সামনে আসা মানেই তো আর সঠিক ও সফল ব্র্যান্ডিং নয়।
💡 Visibility ≠ Impact.
আপনি যতবার সামনে আসেন না কেন,যদি মানুষ আপনাকে “মনে” না রাখে —তাহলে সব প্রচার, সব কন্টেন্ট, সব খরচই একসময় ফিকে হয়ে যায়।
📌 মানুষ কাকে মনে রাখে?
যে তাকে কিছু অনুভব করায়।যার কথা, ডিজাইন, ভিজ্যুয়াল বা কণ্ঠে একটা চিহ্ন থাকে।
তাই মনে রাখুন:
“Visibility means nothing without memorability.”
শুধু দেখা নয়, চিন্তা করুন:
আপনার ব্র্যান্ডটা মনে থাকবে কেন?
তাকে আলাদা করে কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *