Business Branding Tips – 12

“মানুষ মনে রাখে, আপনার ব্র্যান্ড তাকে কেমন অনুভব করিয়েছিল — আপনি ঠিক কী বলেছিলেন, তা নয়।”
আপনি অনেক সুন্দর ক্যাপশন লিখলেন,চমৎকার লোগো বানালেন,স্টাইলিশ পোস্ট দিলেন…
কিন্তু একটা কথা মনে রাখবেন —
“Words are forgotten. Feelings stay.”
একজন কাস্টমার মনে রাখে:
✅ আপনি তাকে কতটা গুরুত্ব দিয়েছেন,
✅ আপনার ব্র্যান্ড তাকে কেয়ার করেছিল কিনা,
✅ আপনি তার সমস্যার সল্যুশন এনেছেন কিনা।
🧠 ব্র্যান্ডিং মানে শুধু বলা নয় — অনুভব করানো।
একটা অনুভূতি, একটা ইমোশন, একটা ‘ভ্যালু’ তৈরি করাই হল টিকে থাকার মূল চাবিকাঠি।
🔑 মনে রাখুন:
“People remember how your brand made them feel, not what it said.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *