“ডিজাইন নজর কাড়ে, কিন্তু স্ট্র্যাটেজি পকেট জিতে নেয়।”
একটা সুন্দর পোস্ট, চমৎকার রঙের কম্বিনেশন, দারুণ লে-আউট —এসব দেখলে মানুষ থামে, স্ক্রল থেমে যায়, চোখ পড়ে।
কিন্তু… চোখে পড়া মানেই কি বিক্রি হবে?

ডিজাইন আপনার ব্র্যান্ডকে দেখায় —কিন্তু স্ট্র্যাটেজি সেটাকে বিক্রি করায়।

সঠিক অডিয়েন্স, সময়োপযোগী বার্তা, পরিষ্কার ভ্যালু প্রপোজিশন —এগুলো ছাড়া ডিজাইন শুধু একটা সৌন্দর্য, তেমন প্রভাব ফেলে না।
তাই মনে রাখুন:
“Designs catch the eye.Strategy earns the wallet.”
সুন্দর দেখানো জরুরি,কিন্তু বিক্রির জন্য দরকার মস্তিষ্কে কাজ করা কৌশল।