Business Branding Tips – 13

“ডিজাইন নজর কাড়ে, কিন্তু স্ট্র্যাটেজি পকেট জিতে নেয়।”
একটা সুন্দর পোস্ট, চমৎকার রঙের কম্বিনেশন, দারুণ লে-আউট —এসব দেখলে মানুষ থামে, স্ক্রল থেমে যায়, চোখ পড়ে।
কিন্তু… চোখে পড়া মানেই কি বিক্রি হবে?
📌 ডিজাইন আপনার ব্র্যান্ডকে দেখায় —কিন্তু স্ট্র্যাটেজি সেটাকে বিক্রি করায়।
🎯 সঠিক অডিয়েন্স, সময়োপযোগী বার্তা, পরিষ্কার ভ্যালু প্রপোজিশন —এগুলো ছাড়া ডিজাইন শুধু একটা সৌন্দর্য, তেমন প্রভাব ফেলে না।
তাই মনে রাখুন:
“Designs catch the eye.Strategy earns the wallet.”
সুন্দর দেখানো জরুরি,কিন্তু বিক্রির জন্য দরকার মস্তিষ্কে কাজ করা কৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *