জীবনে অনেক মানুষ,অনেক কথা বলবে।অনেক উপদেশ আপনাকে দিবে।আপনি অনেক মোটিভেশনাল কথা শুনবেন,অনেকের কাছ থেকেই।
এগুলি শুনতে কোথাও কোন আপত্তি নেই।তবে দিনশেষে আপনার সেটাই করা উচিত,যেটা আপনার মন চাইছে।আমি সব সময় আমার ২০ বছরের নিচের ছাত্র-ছাত্রীদের বলেছি-” সেটাই করো,যেটা তোমার মন চাই”।
এই বয়সে আসলে হারা-জেতার কিছু নেই।যেটাই হবে,সেটা থেকে তুমি কেবল শিখবে।আর শেখার জন্য স্ট্রাগল করা,হেরে যাওয়া,বাঁধা পাওয়া খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
বয়স যাদের ২০-৩০ এর মধ্যে,তাদের জন্য এই শেখার প্রসেস টা একটু ভিন্ন।আপনারা অবশ্যই ভাবুন,এনালাইসিস করুন এবং অন্যদের সাথে কথা বলুন।কথা বলে সেটা শুনতে হবে এমন না।তবে শোনার পরে যেটা আপনার মনে চাইছে সেটা করুন।
বয়স যাদের ৩০-৪০ এর মধ্যে,তাদের আসলে নতুন করে ঐ ভাবার সুযোগ কম থাকে।তাদের উচিত,নিজের ট্রাকে,নিজের সেক্টরেই বেটার কিছু করা।এই সময়ে সম্পূর্ণভাবে নতুন কিছু করার আগে,পরিবারের মানুষগুলিকে একটু সেফ জোনে রেখে তারপরে করা উচিত এমন চিন্তা।
ক্যারিয়ার গাইডলাইন নিয়ে অনেক লিখবো কিংবা বলবো হয়তো আস্তে আস্তে,তবে দিনশেষে কথা এটাই- সেটাই করুন,যেটা আপনার মনে চাই।
Find Your talent, work on that, make you happy. Find your own happiness.
Keep that in mind, your happiness, your smile is priceless to yourself.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *