ক্যারিয়ারে আপনি যেটাই করুন না কেন,শুরুতেই আপনার জেনে নেওয়া উচিত যে,নিচের এই ৬ টি গুন বা কোয়ালিটি আপনার থাকতে হবে।যেকোন ক্যারিয়ার চয়েজ করের আগে আপনার এই ব্যাপারগুলি জানা প্রয়োজন।
✅ Hard work – আপনাকে কপাল বাদ দিয়ে পরিশ্রমকে বিশ্বাস করা শিখতে হবে।কিছু না হলেই কিংবা না পেলেই যদি আপনি কপালের দোষ দেয়া শুরু করেন তাহলে সেটা আপনার দ্বারা অর্জন করা সম্ভব নয়।আপনাকে বিশ্বাস করতে হবে,পরিশ্রম করলেই সেটা অর্জন করা সম্ভব।
✅ Patience – আপনি যখনই ধৈর্য্য হারালেন,তখনই আপনি যু*দ্ধে হেরে গেলেন।লড়া*ই টিকিয়ে রাখতে হলে আপনাকে ধৈর্য্য ধারন করতে হবে।ম্যাক্সিমাম মানুষ এইখানেই হেরে যায়।
✅ Sacrifice – পৃথিবীতে কোন কিছুই ফ্রী না।সবকিছুর দাম আছে,সবকিছুই মুল্য দিয়ে কিনতে হয়।আপনাকে ডিসাইড করতে হবে যে,আপনি যে লাইফ টা চাইছেন সেটার জন্য আপনি কেমন মুল্য দিতে সক্ষম।এই মুল্যটা টাকার অংকে নয়,এটা হলো- আপনার সময়, শ্রম, ডেডিকেশন, প্যাশনের সমন্নয়ে গঠিত।
✅ Consistancy – শুরু করাটা কঠিন হলেও অনেকেই শুরু করে কিন্তু নিয়মিত থাকেনা।Consistancy এমন একটা ব্যাপার যেটা একজন এভারেজ মানুষ কে exceptional বানিয়ে দিতে পারে।
✅ Discipline – আপনি অনেক মেধাবীকে দেখবেন সফলতা অর্জন করতে পারেনি,তার কারন হলো- তাদের মধ্যে শৃঙ্খলা ছিলোনা।ঐযে বললাম, ত্যাগ বা স্যাক্রিফাইস, আপনাকে অবশ্যই ডিসিপ্লিন হতে হবে যদি আপনি একটা ভালো ক্যারিয়ার চান।
✅ Self Confidence – আমাদের মধ্যে এই ব্যাপারটার অভাব অনেক।অন্যরা ভালো করছে তাই আমি এটা চুজ করলাম কিংবা এই সেক্টর টা ভালো করছে বলে আমি এটা চুজ করলাম এমন হওয়া যাবেনা।নিজেই একটা সিধান্ত নিন এবং আপনার কনফিডেন্স লেভেল এমন থাকতে হবে যে- I take a decision, i will make it powerful & it will made me pride.
যেকোন ক্যারিয়ার সিলেকশন করার আগে এইগুলি মাথায় গেঁথে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *