বেসিক স্কিলের দিকে জ্বোর দেয়া
আমরা মুলত ক্যারিয়ারকে ফোকাস করতে যেয়ে আমাদের বেসিক স্কিলের দিকে তাকাতে ভুলে যায়।এই যেমন ধরুন, আপনাকে বলা হলো- ঐ রাস্তায় দাঁড়ানো লোকটালে বিমর্ষ লাগছে,একটু জিজ্ঞাসা করে আসেন তো বা আসো তো ওনার কোন সমস্যা কিনা?
এই সিম্পল কাজটা করার আগে ম্যাক্সিমাম মানুষ চিন্তাগ পড়ে যায়।তাদের চিন্তাজুড়ে থাকে- আমিতো ওনাকে চিনিনা,আমি কিভাবে কথা বলবো,কি কথা বলবো, প্রেজেন্ট করবো কিভাবে ইত্যাদি ইত্যাদি।
এই যে একটা কাজ খুব সাধারন কিন্তু আমরা পারিনা।আর পারিনা বলে আমরা যে এটাকে আমাদের একটা অযোগ্যতা বলবো,তা আমরা কেউ স্বীকার করবোনা।
আমরা সবাই ভাবি- আর্টিফিশিয়াল ভাবে আমরা যা শিখছি,যেমন- সোশ্যাল মিডিয়াতে অনেক লাইক-কমেন্ট পাওয়া,ভিডিওতে অনেল ভিউ পাওয়া,আমার অনেক ফলোয়ার থাকা, এগুলিই হলো যোগ্যতা।
ইদানিং দেখা যায়,ওমুকের সাথে ছবি তুলে ফেসবুকে দিয়ে নিজের যোগ্যতার পরিচয় দেয়া হয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঐ ব্যাক্তিটা আমাকে ফোনের ওপার থেকে চেনেই না।
ক্যারিয়ারে ফোকাস করতে হলে- সবার আগে এমন বেসিক দিক গুলিতে নজর দেয়া জরুরী।