ক্যারিয়ার চয়েজ ব্যাপারে খুব উচ্চাকাঙ্ক্ষা না রাখা উচিত।অন্যকে দেখে অনেকেই আমরা উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে সেদিকে ছোটা শুরু করি কিন্তু বাস্তবতা হলো- আমাদের উচিত,আমাদের নিজেদের স্ট্রেংথের জায়গাটা ফোকাস করা।
আমরা যদি আমাদের ভালোলাগার জায়গাটাকে নিয়ে প্রফেশন হিসাবে আগাতে পারি তাহলে সফলতা আসা সহজ।
যেমন ধরুন- আপনার রোদে দাঁড়াতে ভালো লাগেনা আবার কারো পানিতে ভিজতে ভালো লাগেনা।অথচ,একজন ক্রিকেটার কিন্তু রোদই চাইবে অন্তত বৃষ্টি না।আবার একজন সাঁতারু অবশ্যই স্বচ্ছ পানিই চাইবে।
মুল ব্যাপারটা হলো- নিজের স্কিলে ফোকাস করা আর সেই ফোকাস টাকে স্ট্রেংথের সাথে ধরে রেখে এগিয়ে যাওয়া।