ক্যারিয়ার সিলেকশন করতে যেয়ে আমরা একটা বড় ভুল করি,আর সেটা হলো- টাকা বা স্বচ্ছলতার চিন্তা।এই চিন্তা যে করা যাবেনা সেটা আমি একবার ও বলছিনা,বরং আমি বলবো- এই চিন্তাকে একটু ডিফারেন্ট ভাবে ভাবতে হবে।
আপনি যদি ক্যারিয়ারের শুরুতেই ভাবেন যে, আপ
নার অনেক টাকা লাগবে তাহলে আপনি শেখার পরিবর্তে ইন্সট্যান্ট ইনকামের দিকে ঝুঁকে যাবেন।
রিচ ড্যাড ও পুর ড্যাড বইতে আপনি এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবেন।এই ধরুন,আপনাকে যদি কেউ জানায় যে,তুমি আজ থেকে আমার অফিসে জয়েন করো,বেতন মাসিক ১৫০০০/-।আপনি হয়তো জয়েন করে ফেললেন।
অন্যদিকে একজন ঐ সময়েও তার স্কিল গেইন করার দিকে নজর দিলো।হ্যাঁ তার ইনকাম হয়তো দেরীতে শুরু হচ্ছে বাট সে আপনাকে পিছনে ফেলে দিবে খুব দ্রুত।কারন,তার কাছে প্রপার নলেজ ও স্কিল আছে।
এইজন্য, আগে স্কিলের দিকে ফোকাস করতে হবে।ক্যারিয়ারের দিকে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *