Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
গ্রুপে পোস্ট করলে ব্রান্ডিং বাড়ে।অন্যের লেখা পড়লে ও কমেন্ট করলে নেটওয়ার্ক বড় হয়।নেটওয়ার্ক বড় করতে পারা এখন একটা বড় স্কিল। আমরা এই স্কিলের গুরুত্ব দিই না।কারন,আমরা নেটওয়ার্ক ও কমিউনিটি নিয়ে জানিনা।জানার আগ্রহ ও থাকেনা।আমি আপনি কেবল জানি- হিংসামি করতে আর…
নিজেকে অধিক জ্ঞানী ভাবা বোকামি একটা সময় ছিলো যখন কোটি টাকার ব্যবসায়ী হলেও তারা একজন লেখাপড়া জানা শিক্ষিত বেকার মানুষকেও সম্মান দিতো।কারন তখন শিক্ষার মুল্য ছিলো অপরিসীম। এখনো শিক্ষার মুল্য অপরিসীম কিন্তু আমরা এর মুল্যায়ন করতে পারছিনা। একটা সময় ছিলো…
যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সঠিক ছিলেন কিংবা কোন বিষয়ে আপনি সঠিক,তাহলে কোন জবাব দেবার আর কোন প্রয়োজন নেই। জবাব না দিয়ে চুপ থাকাটাই একটা বিজয়।কেননা সত্যের ঢোলা পেটানো লাগেনা।সত্য এমনি নিজে থেকেই বেরিয়ে আসে। কনটেক্সট- অনেকেই প্রশ্ন করেন,পেজে…
হয়তো একটু দেরি হবে,কিন্তু সফলতা আসবেই,যদি আপনার মাঝে সততা থাকে। কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিন,অজুহাত দাঁড় করিয়ে সফল হওয়া যায় না। সম্মানীকে প্রকৃত সম্মান দিন,বয়সে ছোট হলেও তাহলে আওনিও সম্মান পাবেন। ফেবার পেয়ে বড় হয়ে আসলে যে অর্জন হয়,তাতে সফলতার আনন্দ…
যারা সঠিক সময়ের অপেক্ষা করে তারা মুলত বর্তমান কে চোখ দিয়ে দেখতে পারেনা।এখন মানে এখনই শুরু করার চেয়ে বেটার কিছু আর হতে পারেনা। যে সময় চলে গেছে,সেটাকে ভেবে আর লাভ নেই।আর ঐ ভবিষ্যৎ টাও তো এই বর্তমানের উপরেই নির্ভর করে।আর…
সবকিছু পারফেক্ট করতে যাবেন না পারফেক্ট শব্দটাই আসলে তার নিজের সবচেয়ে বড় শত্রু।এটা ঐ “পারফেক্ট” জানলেও আপনারা জানেন না।আমরা ব্যাস্ত হয়ে পড়ি,সব কাজ পারফেক্ট করা নিয়ে অথচ আমরা এটা ভুলে যাই যে,পারফেক্ট করতে চাওয়ার খপ্পরে পড়েই আমরা আমাদের স্বাভাবিক কাজটুকুও…
একটু নিয়মিত সেল এলেই উদ্যোক্তারা আর নিয়মের মধ্যে ঐ বেড়াজালে আর থাকতে চান না।ওনারা ভেবেই ফেলেন যে, সেল যখন হচ্ছে তখন এত নিয়ম মানার কি আছে। এরপরে আবার হারিয়ে যায় সেল,কমতে থাকে টাকার অংক আর তখন দারস্থ হন হন্তদন্ত হয়ে,আমার…
শুধু পরিচিত মানুষগুলিকে কাস্টোমার হিসাবে পাওয়া আর তাদের নিকট পন্য সেল করে নিজেকে উদ্যোক্তা/ব্যবসায়ী ভাবা মানুষ গুলির সঠিক শিক্ষাটা তৈরি হওয়া জরুরী। পন্য / সেবা ভালো হলে সেটার গ্রাহক কেন শুধুই পরিচিতরা হবে? পরিচিত গ্রাহক দিয়ে হয়তো শো-অফ করে বিজনেস…
বিজনেস করছেন কিংবা উদ্যোক্তা হয়ে কাজ শুরু করে বেশ ভালো করেছেন,খুবই ভালো কথা।তবে মাথায় রাখা জরুরী যে, “প্রোডাক্ট লাইন বড় করার সুত্র এবং শর্ত আছে”। প্রোডাক্ট লাইন বড় করা নিয়ে এর আগে লিখলেও আমি আজ শুধু শর্তটা বলছি- প্রোডাক্ট অনেক…
শুরু করার আগে সবই কঠিন হয় যেকোন কাজই শুরুর আগে কঠিন মনে হয়।তাই শুরু করাটা কঠিনই লাগে।একবার শুরু করতে পারলে আর এমন কঠিন থাকেনা। তবে সবাই ঐ শুরুতেই ভয় পেয়ে পিছিয়ে যায়।মনে রাখতে হবে যে, “যে কাজ যত কঠিন আর…