Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
ইনোভেশন আসলে পছন্দ করার ব্যাপার না,এটা ইফেকটিভ হবার ব্যাপার।আপনার ইনোভেশন ঠিক কত জনের কাজে লাগছে সেটাই হলো ম্যাটার। কে পছন্দ করলো না করলো সেটার উপরে সফলতা নির্ভর করেনা।
আপনার সমস্যাটা কি দেখতে পারছেন?
অন্যদের চেয়ে আলাদা হতে ভয় পেলে,বড় স্বপ্ন দেখা বাদ দিতে হবে।সবাই বড় স্বপ্ন দেখে কিন্তু ফিলাপ করার জন্য পরের কাজ টা করতে পারে কতজন? নিজেকে কোন দলে দেখতে চান সেটা আপনার ব্যাপার।
নাহ,আমরা সঠিক জায়গায় “হ্যাঁ” ও বলবোনা আবার সঠিক জায়গায় “না” ও বলবোনা।কাউকে “না” বলা সবচেয়ে কঠিন কাজ বাব বাহ।এটা করতে বলাই যাবেনা।
এক কোটি টাকা ইনকাম করতে চাই,এটাই আমার প্ল্যান।ওকে এইবার কাজ শুরু করলাম।একমাস পরিশ্রম করার পরে মাত্র ১০০০০ টাকা জমলো। ধুর এইভাবে তো এক কোটি টাকা ইনকাম করতে করতে করতে বুইড়া হয়ে যাবো। এভাবে হবেনা।অন্যকিছু প্ল্যান করতে হবে। আমাদের মেইন সমস্যাটা…
অন্যকে দিয়ে কাজ করানোর মত টাকা নাই।অন্যরা ফাঁকি দেয় তাই টিম করিনাই।আমার বিজনেসে আমিই সব।আমি কষ্ট হলেও সব নিজে করা পাবলিক। আমার ফেসবুকে লেখা CEO – Chief Executive Officer কিন্তু বাস্তবে তো আমি CEO- Chief Everything Officer. সৌভিক ভাই ছাড়া…
এগিয়ে থাকার রহস্য হলো- শুরু করা।আর শুরু করার রহস্য হলো- যেকোন কঠিন কিংবা বড় কাজকে শুরুতেই করেকটা ভাগে বিভক্ত করে নেয়া এবং প্রথমটা শুরু করা। যারা শুরু করেনা,তারা নিজেরাই নিজেকে পিছিয়ে দেয় আর দোষ দেয় ভাগ্যের।অথচ ভুলে গেলে চলবেনা যে,আমার…
থিবীতে যত ব্যাক্তি সফল হয়েছেন,তারা সবাই শুরু করার পরেই এক একটা করে সমস্যাতে পড়েছেন আর সেগুলিকে ফিক্স করেছেন।কেউই এটা বলেন নি যে শুরুটা কিভাবে করবো? আমরা তো শুরু করতেই পারিনা।
আপনার যত জ্ঞানই থাকুক না কেন,সেটা যতক্ষণ প্রয়োগ না করতে পারছেন,ততক্ষণ সেটির মুল্য নেই।জ্ঞান অর্জন করুন এবং সেটিকে প্রয়োগ করতেও শিখুন। অনেকেই আছে,যারা অনেক জানেন কিন্তু তাদেরকে কোন জায়গায় বা কোন কাজে প্রয়োগ করতে দেখা যায়না।
সবচেয়ে বেশি ব্যাস্ত থাকা মানুষেরাই, খুব দ্রুত তাদের টেক্সট ও কলের উত্তর করেন।এটা থেকে একটা বিষয় শেখার আছে আর তা হলো- Money loves speed – opportunity doesn’t wait for over-thinkers. এদিকে আমরা তো ভাবতে ভাবতেই আর সিধান্ত নেবার মত পর্যায়ে…