পরিবর্তন একটা মানূষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ। এই কথাটা শোনার পরে আপনাদের অনেকের কাছেই আমায় মনে হতে পারে আমি সবাইকে হয়তো আবার মনুষত্ব্যের বাইরে ঠেলে দিচ্ছি।
কেন এই কথা বললাম?
ধরুন, কেউ একজন আপনার উপরে কিংবা আপনাকে নিয়ে অন্য সকলের কাছে একটি ইমেজ বানাতে চাইলেন, তখন আপনি কি করবেন? কিংবা আপনার কি করা উচিত?
আপনার উচিত অবশ্যই নিজেকে ঐ ইমেজের বাইরে নিয়ে যাওয়া, তবে মনে রাখতে হবে- আপনি সেটাই,যেটা আপনি ভাবেন কিংবা ভাবতে পারেন।
নিজেকে নিয়ে নিজে ভাবতে পারাটা বড় গুন, অন্যের মত করে নয় বরং নিজের মত করে নিজেকে ভাবুন এবং নিজের মাঝেই থাকুন।
নিজের রাস্তা নিজেই তৈরি করুন-
হ্যাঁ, নিজের ইচ্ছা আর নিজের রাস্তা নিজেই তৈরি করুন যদি সেখানে কাউকে না পান তবুও সেটাকে নিজের মত করে তৈরি করুন।কেননা আপনার কোন আইডিয়াতে কে থাকলো বা না থাকলো সেটা বড় ইস্যু নয়।আপনি থাকলেন কিনা সেটাই বড় ইস্যু।
আমাদের মাঝে অনেকেই আছি যারা অনেক ভালো ভালো আইডিয়া নিয়ে আমরা প্রতিদিন বন্ধুদের মাঝে আড্ডা দিই কিংবা বলে থাকি, কিন্তু রাতে ঘুমানোর পরে সকালে উঠে আমরা আমার সেই চাকুরী করার জন্য পড়োছি কিংবা চাকুরী করতে যাচ্ছি।
এইটা কোন ভাবেই আপনার ঐ ব্যাক্তিত্বের সাথে যায়না।
ক্যারিয়ার কে ক্যারিয়ার নয় বরং প্যাশন ভাবুন-
আমরা সকলেই নিজেদের ক্যারিয়ারকে শুধুমাত্র ক্যারিয়ার বলেই ডিফাইন করি, কিন্তু সত্যিটা হলো আমাদের উচিত নিজের ক্যারিয়ার কে নিজের প্যাশনের জায়গা থেকে চিন্তা করা,যেদিন আপনি এই কাজটি করতে পারবেন সেদিন থেকেই আপনার মাঝে পরিবর্তন আপনি দেখতে পাবেন।
The Most Simple Thing is- Everything is very simple and it lays in our Hands, we made this complicated