যখন আপনি শুরু করবেন,তখন অনেকেই অনেক কথা বলবে।
ধরেন আপনি কেক নিয়ে কাজ করেন,শুরুতে কেউ সেভাবে জানেনা তাই রিচ থাকবেনা।এইজন্য অনেকেই আবার কথা শোনাবে বা বলাবলি করবে।
ধরেন,আপনি কন্টেন্ট রাইটিং শুরু করলেন, তখন এই একই পাবলিক বলবে,ওর পোস্টে তো লাইক কমেন্ট নাই,ও কেমন লিখে সেটা আর কি বলবো?
শুরু করেই কেউ নাম করে ফেলেনা।সময় দিতে হয় আর অনেক ধৈর্য্য নিয়েই লেগে থাকতে হয়।তাই শুরু করা এবং সেটাকে কন্টিনিউ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আজ হয়তো ৮ টাই পোস্ট দিচ্ছি দেখে অনেকেই বলবেন,এত সকালে কি পড়া যায়? কেউ ওঠে নাকি?
আমার লেখাতো আসলে আমাকে চেঞ্জ করার জন্য।আমি সকাল ৮ টাই লেখার জন্য ভোর ৬ টাই উঠি।তাই আপনার পড়া বা না পড়াতে আমার আসলেই কিছু এসে যায়না।
আমি বরং লিখতে থাকি,একটা সময়ে কিছু মানুষ এই সময়ে একটা মোটিভেশান পাবার জন্য এই লেখাকে পড়বে।