Content & Caption Copy / Copy writing এর যে ব্যাপারটা আমাদের অনেকের অজানা

✅ Content & Caption Copy / Copy writing এর যে ব্যাপারটা আমাদের অনেকের অজানা ➡️
Content – কন্টেন্টে মুলত খুব বিস্তারিত লিখতে হয় যেকণ পন্য বা সেবা সম্পর্কে।
We need to write Details, more Details.
Copy- এখানে মুলত খুব অল্প কথাতেই লিখতে হয় বা মুল অংশটা প্রকাশ করতে হয়।তবে এটা মুলত সেল জেনারেট করার জন্যই লিখতে হয়।
Need to write Small, More sell persuade.
🔰 একটা ভালো কন্টেন্ট লেখার জন্য আমাদের যেগুলি খেয়াল রাখা উচিত সব সময় ➡️
1. Headline (Write minimum 5-10 Headline for 1 headline).
2. Need to prove your headline.
3. Objection গুলি স্পষ্টভাবে দেখাতে হবে।
4. Make it more informative.
5. যতটুকু সম্ভব গুছিয়ে লিখতে হবে।
6. Use audience word (যাদের জন্য লিখছেন,তাদের ভাষায় লিখতে হবে).
7. আপনি যেভাবে কথা বলছেন,সেভাবেই লিখতে হবে।
8. Story telling (enjoyable content).
9. তাতে আমার কি লাভ।
10. শিখতে হবে মানুষ কিভাবে সিধান্ত নেয়।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *