Content is king but analysis is the father of that king. আমরা অ

আমরা অনেক জায়গায় দেখি যে, “Content is king” বলে মুলত কন্টেন্ট সেল করা হয় অথচ এই লাইন টা মোট্ব সম্পূর্ন লাইন নয় কারন, কন্টেন্ট তো লেখা যাবেই কিন্তু যদি আপনি এনালাইসিস না করতে পারেন যে অডিয়েন্স কি চাইছে, তাহলে ঐ কন্টেন্টের ভ্যালু নেই।
যেমন- আপনি লিখলেন যে, আমাদের এই ল্যান্ডিং পেজ দিয়ে অমুক অমুক সুবিধা আপনি পাবেন। আর কেউ লিখলো- ল্যান্ডিং পেজ বানিয়ে কাজ করলে আপনার নিজের কাজ ৯০% কমে যাবে।
দুইটাই কন্টেন্ট কিন্তু মানুষের ডিমান্ড কোনটা? মানুষ স্পেসিফিকেশন জানতে চাইনা, মানূষ জানতে চাই তার প্রয়োজন মিটবে কিনা।
কন্টেন্ট অবশ্যই কিং কিন্তু এনালিষ্ট হলো তার বাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *