সারাদিন মোবাইল কিংবা ল্যাপটপে থাকেন।সব বাড়িতেই আছে ওয়াইফাই,ফোনের কাছে না থাকলেও একটা সবুজ বাত্তি জানান দিচ্ছে যে আপনি আছেন অনলাইনেই।আপনার মোবাইলে থাকা মাইক্রোফোন রেকর্ড করছে আপনাকে, আপনার মোবাইলে অন থাকা লোকেশন থেকে ট্রাক করছে আপনাকে।
আপনি যে চারিদিকে হরহামেশাই ইমেল এড্রেস,মোবাইল নাম্বার, আপনার বাসার লোকেশন সব শেয়ার করছেন, বিভিন্ন ওয়াইফাই নেটওয়ার্কে লগ ইন করছেন,একবার ও ভেবেছেন কি কি ক্ষতি আপনার হতে পারে?
মুহুর্ত্বের মধ্যেই আপনার সম্মান মিশে যেতে পারে মাটিতে।আর এই হতাশা ও ডিপ্রেশন থেকে অনেকেই বেছে নিতে পারে আত্ন*হ*ত্যার মত পথ।
একটা সাধারণ ছবি থেকে কিভাবে সেটি হয়ে যাচ্ছে এডাল্ট ছবি,কিভাবে বানানো যাচ্ছে অটোমেটিক স্ক্রিনশট জেনারেটর সেগুলি কি ভেবেছেন একবার ও?
আপনার সাথে একটা কল রেকর্ড বদলে দিতে পারে আপনার জগতটা।আপনার খুব ঘনিষ্ঠ সময়ের ভিডিও রেকর্ড হয়ে যেতে পারে আপিনার অজান্তেই এবং সেটাও আপনারই মোবাইল ফোন দিয়ে।
আপনার ব্যাংক একাউন্টের টাকা দেখলেন রাতের বেলাতেও ঠিক আছে কিন্তু সকালেই দেখলেন টাকাটা অন্য একাউন্টে আপনি নিজেই ট্রান্সফার করেছেন।
আপনার আইডি এক মুহুর্ত্বেই চলে গেলো অন্য কারো হাতে।হারিয়ে ফেললেন আপনার ফেসবুক পেজ।হুট করে হারিয়ে গেলো কষ্টে অর্জিত সম্মান।
এগুলির সবই হতে পারে “সাইবার সিকিউরিটি ” সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে। আমাদের জানা দরকার-
আইডির সিকিউরিটি কিভাবে দিব
হ্যাক হওয়া আইডি কিভাবে ফিরিয়ে আনবো
নিজের সিকিউরিটি কিভাবে রাখবো
মোবাইল কিভাবে অপারেট করবো
ওয়াইফাই ইউজ করবো কিভাবে
কোনটা ফেইক আর কোনটা রিয়েল
শুধু এগুলাই না,আপনাকে-আমাকে জানতে হবে- কোন অপরাধের শাস্তি কি?
আজকে আমাকে নিয়ে ট্রল করছেন এবং ফেইক ক্লেইম দিচ্ছেন,আমার লেখা কপি করছেন,কার্টেসি দিচ্ছেন না,আমার ভিডিও কপি করছেন হুবহু।কি হতে পারে এর শাস্তি?