Entrepreneurs workshop

ICT CARE এর ঢাকা অফিসে আমার প্রথম Entrepreneurs Workshop ছিলো আজকে।ঢাকাতে অফিস করার একটা বড় কারন ছিলো- নারী উদ্যোক্তাদের আইটি জ্ঞানকে সমৃদ্ধ করা।

আমাদের দেশের নারীরা এখন নিজের সংসারে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে চাই,কিন্তু মুল বাঁধা থাকে- আইটি নলেজের ঘাটতি।

আজকের ওয়ার্কশপে, ৪ ঘন্টার সেশনে আমার আলোচনার বিষয়বস্তু ছিলো-
✔️ একটি উদ্যোগের শুরু থেকে একজন উদ্যোক্তার করনীয়
✔️ কিভাবে নিজের উদ্যোগকে বড় করবে
✔️ প্রফেশনাল ফেসবুক পেজ কেমন হওয়া উচিত
✔️ আপডেট ফেসবুক পেজ কিভাবে চালাবেন
✔️ সেল ফানেল নিয়ে আমাদের ভুল ধারনা
✔️ কাস্টোমার ধরে রাখার কৌশল
✔️ নতুন কাস্টোমার কিভাবে তৈরি করবেন
✔️ কাস্টোমার ডাটাবেজ তৈরি করা

ক্লাস শেষে অনেকেই আমার লেখা অনলাইন উদ্যোক্তাদের ১০০ দিন বইটি সংগ্রহ করেছেন।এটাও ভালো একটা দিক য্ব, উদ্যোক্তারা শিখতে চাইছেন।

৩০২ টা রিকোয়ারমেন্ট থেকে অনলাইন ও অফলাইন মিলিয়ে সুযোগপ্রাপ্ত ছিলেন ৭২ জন।সম্পূর্নরুপে ৫০+ উদ্যোক্তার অংশগ্রহণে অবশ্যই এটাকে আমি একটা সফল ওয়ার্কশপ বলবো।

আগামীতেও আমরা আপনাদের জন্য ওয়ার্কশপ আয়োজন করবো ইনশাআল্লাহ।

সম্পূর্ন কাজ সফলভাবে বাস্তবায়নের জন্য আমার বিশেষ কৃতজ্ঞতা রইলো ICT CARE এর সম্পূর্ন টিমের প্রতি।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *