একজন সেলার হিসাবে আপনাকে বুঝতে হবে যে,আপনি আমার নিকটে যে স্পিচ দিয়ে একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন,সেই একই গদবাঁধা স্পিচে আপনি অন্য আর এক জায়গায় সেল করতে পরবেন না।
প্রতিটি সেলস ই হলো আলাদা আলাদা জার্নি।আমার ক্ষেত্রে জার্নি একটা,অন্য আর একটা সেলস মানেই আর একটা জার্নি।
সেইম কনসেপ্ট, সেইম গল্প কিংবা সেইম ফিচার সবাইকে একইভাবে আকৃষ্ট করেনা।
Plan

Learn

Execute

Repeat.