‘Stories’ হলো ফেসবুকের বিশেষ ধরনের কন্টেন্ট, যা মোবাইল ডিভাইস থেকে পোস্ট করতে পারবেন। এতে ভিডিওর দৈর্ঘ্য হয় ২০ সেকেন্ড। ছবির বেলায় প্রতিটি ছবি ৫ সেকেন্ড করে দেখানো হয়। পোস্ট করার ২৪ ঘণ্টা পর এ কন্টেন্ট ডিলিটেড হয়ে যাবে।
পেইজ থেকে স্টোরি দেবার জন্য:
ফেসবুকের মোবাইল অ্যাপ খুলুন
অ্যাডমিন হিসাবে পেইজের টাইমলাইনে যান
‘Create Story’ বাটনে ট্যাপ করুন
যোগ করুন পছন্দের লেন্স আর ফিল্টার
স্টোরি কন্টেন্টের সুবিধা হলো, ইউজাররা প্রায় সময় নিজেদের বন্ধুবান্ধবের কাছ থেকে এ ফরম্যাটের কন্টেন্ট দেখতে অভ্যস্ত। তাই স্বাভাবিকভাবে তারা এমন কন্টেন্টে আগ্রহী হতে থাকেন।
চাইলে স্টোরি কন্টেন্টকে বিজ্ঞাপন হিসাবেও ব্যবহার করতে পারেন