Facebook Ads নিয়ে যে প্রশ্নগুলি এখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যেগুলির উত্তর নিয়েই আলোচনা করার চেষ্টা করছি-
ফেসবুকে এড দেবার সাথে সাথেই কি এড চালু হয়ে যায়?
উত্তর- নাহ, যেকোন পোস্ট বুস্ট করলে কিংবা একটা এড রান করলে,ফেসবুক সবার আগে ঐ কন্টেন্ট কে রিড করে রিভিউ করতে পাঠাবে।ফেসবুক কর্তৃপক্ষ যদি,আপনার ঐ কন্টেন্ট কে সম্পূর্ণভাবে বৈধ বলে মনে করে মানে কমিউনিটি গাইডলাইনের বাইরে না ভাবে তাহলে আপনার এডটি রান হয়ে যাবে এবং Status দেখাবে Active.
আর যদি রিভিউ করে মনেহয় যে, এটা কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছে তাহলে আপনার এডটির status দেখাবে Rejected.
কত সময় ধরে রিভিউ করে?
উত্তর- যখন প্রথম বিজ্ঞাপন দেয়া শুরু করবেন তখন একটু সময় নিয়েই কাজ করবে ফেসবুক।কিন্তু যদি, আপনার পেজে নিয়মিত বিজ্ঞাপন যায়,তাহলে দেরি হয়না।সেটা ১০-১৫ মিনিটের মধ্যেই হয়ে যায় এপ্রুভ।
তবে এখানে লক্ষনীয় যে, ঈদের সময়ে কিংবা যখন ফেসবুকে এডস এর অনেক চাপ থাকে,তখন তো মুলত রোবটের ক্যাপাসিটির বাইরে চলে যায় তাই সেই সময়ে এডস রিভিউ হতে ২৪ ঘন্টার মতও সময় লাগে।আবার রিজেকশন ও বেশি আসে।এই ক্ষেত্রে পেজে সমস্যা হয়েছে বা এমন কিছু ভেবে চিন্তার কিছু নেই।
ফেসবুক এডস রান করা হলে আমরা বুঝবো কিভাবে বা চেক করবো কিভাবে?
উত্তর- যদি বুস্ট উপর থেকে করা হয়,তাহলে আপনারা আপনাদের বিজনেস সুইট এপস থেকে চেক করতে পারবেন সবই।
Recent Ads- এই অপশনে আপনার রানকৃত এডটি দেখা যাবে।সেখানে
কত ডলার খরচ হয়েছে
কতটা ম্যাসেজ এসেছে
এড কে রান করেছে
কখন বিজ্ঞাপন শুরু কাউন্ট করেছে ফেসবুক
কখন বিজ্ঞাপন শেষ হবে
রিচ এংগেজমেন্ট কত
ইম্প্রেশন ক্লিক কত
আর যদি বুস্ট না করে এড ক্যাম্পেইন করা হয় ভিতর থেকে,তাহলে এগুলি আপনারা দেখতে পারবেন না,এটা তখন কেবলই দেখতে পারবে- যিনি এডটি রান করেছেন তিনি।
বুস্ট আর এই ভিতর থেকে করা এড ক্যাম্পেইন কি একই জিনিস?
উত্তর- নাহ আবার হ্যাঁ, ব্যাখা দিই- যখন একটা বিজ্ঞাপন উপর থেকে রান করা হয়, তখন সেখানে ৪ টা সেকশনে বিভক্ত করে এড দেয়া যায়।আর যখন আমরা, ভিতর থেকে একই কাজ করি মানে বিজ্ঞাপন দিই- তখন সেখানের শুরুটাই হয়- Create Ad Campaign নামে,এবং সেখানে মোট ১১ টি ফিচার যোগ করে এড দেয়া যায়।
মুলত, পোস্টের নিচে Boost Post লেখা থেক,ঐখানে ক্লিক করে এড রান করলে সেটাকে বলে Facebook Post Boost আর ভিতর থেকে Create Ad campaign লেখাতে ক্লিক করে সকল ফিচার যুক্ত করে এড চালালে সেটাকে বলে Ad Campaign or Facebook Ads.
কোনটা করা ভালো?
উত্তর- ফলাফলের জন্য এডস ক্যাম্পেইন অনেক ভালো,কারন ফিচার বেশি কিন্তু ঝামেলা হলো- আপনি দেখতে পারবেন না,তাই বিজ্ঞাপন দাতাকে বারবার ডিস্টার্ব করবেন বলে এবং আপনাদের সুবিধার জন্য আপনারা বুস্ট করেন কিংবা বলেন।আমি আমার মাসিক সার্ভিসের যে সকল ক্লায়েন্টের রেজাল্ট ভালো আসেনা দেখি তাদের নেলাতে ভিতর থেকেই করি।
ভিতর থেকে করতে পারলে ভাল কিন্তু সমস্যা হলো- সবাইকে আপনি বিশ্বাস করতে পারবেন না,অনেকেই এড রান না করেই টাকা নিয়ে নেয়।
আর আমা সমস্যা হলো- আপনাদের ধৈর্য্য নাই,বারবার জিজ্ঞাস করতে থাকবেন,কিন্তু প্রতিদিনে আমি এত বেশি বিজ্ঞাপন রান করি যে বারবার চেক করাটা আমার জন্য অসম্ভব।
আর আপনাদের চাহিদায় থাকে Boost করা,সবাই বলেন- বুস্ট করে দেন।
যদি আমি এড রান করি- তাহলে আমাকে বললে,আমি ক্যাম্পেইন শেষে স্ক্রিনশট দিয়ে দিই।
নোট- যেকোন অকেশনে, ফেসবুকে চাপ বেড়ে গেলে- বিজ্ঞাপনের অনেক ঝামেলা তৈরি হয়।যেমন-
এড অনেক সময় রিভিউ তে থাকে, স্বাভাবিকের চেয়ে বেশি।
রেজাল্ট একটু স্লো হয় অনেক ক্ষেত্রেই
রেসপন্স ও রিচ রেগুলার হিসাবের বাইরে যেয়ে ঘটে
এগুলি নিয়ে খুব বেশি বিচলিত হবার কিছুই নেই,ধৈর্য্য রাখেন সবই স্বাভাবিক হবে।দুই একটা ক্যাম্পেইন ফল করতে পারেই।