Facebook & it’s Update

ফেসবুকে যে একটা অনেক বড় আপডেট চলছে সেটা নিয়ে লিখেছিলাম সেপ্টেম্বর ১৪, ২০২৩ তারিখেই।মুলত সামনে ক্রিসমাসের ছুটিতে টার্গেট করে কাজ করে বলে, প্রতিবছরেই সেপ্টেম্বর মাসে এমন একটা কাজ চলমান থাকেই যা প্রকাশিত হয় অক্টোবরে।
গতকাল রাতে যা কথা হয়েছে সেটার আলোকেই লিখছি আজকের লেখাটা। অনেকক্ষণই কথা হয়েছে ফেসবুকের সাথে আর সেখানে আলোচনার বিষয় ছিলো এই আপডেট।
ফেসবুকে আপডেট নিলে, সাধারণত খুব বেশি সমস্যা করেনা যেটার জন্য সাধারন মানুষ বুঝতে পারবে কিন্তু গত ১৪ তারিখে রাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত সময়, এডস ম্যানেজার অফ রেখে তারা যে একটা বড় চেঞ্জ নিয়ে আসছে তার প্রমাণ দিয়েছিলো।
সকল আপডেটের প্রয়োগ হবে আগামী ৭ অক্টোবর থেকে।এবং এই মর্মে একটা নোটিশ সবার প্রোফাইলে আছে,পেজে আছে এবং সেখান থেকে সবাইকে পড়েও নিতে বলছে। ৭ দিনের মধ্যে ফেসবুকের এ-আই এই সিস্টেম এডপট করে ফেলবে বলে তারা আশাও করছে।
আপডেট চলাকালীন যে সকল সমস্যা হচ্ছে-
  • CPM বেড়ে যাবে। মাত্রাতিরিক্ত হতে পারে, কিছু কিছু পেজে দেখাও যাচ্ছে।
  • কিছু কন্টেন্ট এর ইরোর আসতে পারে
  • এড রিভিউ টাইম বেড়ে যেতে পারে
  • পার্সোনাল পেইজ/প্রোফাইল আন*পাবলিশড হয়ে যেতে পারে
এডস ম্যানেজার থেকে যে রানিং এডের রেজাল্ট দেখা যাচ্ছিলোনা সেটা অবশ্য এখন আর নেই।সমাধান হয়ে গেছে।
এই সমস্যা আবার সকলের হচ্ছে না। যারা বেশি বাজেট নিয়ে কাজ করছেন তাদের সিপিসি (Cost Per Message) বেড়ে গেলেও সঠিক কাস্টোমারের কাছে পৌছে দিয়ে সেল ঠিকই জেনারেট করছে।
এদিকে যারা পার ডে বাজেট কম নিয়ে কাজ করছেন তাদের উপরেই ইমপ্যাক্ট টা বেশি আসছে, যা আরো কিছুদিন চলবে তারপরে AI সেটা শিখে নিলে আবার ঠিক হয়ে যাবে।
অনেক আগেই আমি বলেছিলাম যে, ফেসবুক একটা কমপ্লিট বিজনেস বেইজ প্ল্যাটফর্ম বানাতে চাইছে এবং সেদিকেই তারা হাঁটছে মুলত একটা AI নির্ভর বিজনেস প্লাটফর্ম গড়ে তুলতে যেখানে আপনার লাইক কমেন্ট রিয়েকশনের চেয়েও বেশি প্রাধান্য পাবে বাজেটিং।
এখানে চলবে বিজনেস এবং হয়ে যাবে অনেক প্রফেশনাল। ওয়েবসাইট ও ল্যান্ডিং পেজের গুরুত্ব বেড়ে যাবে,শুধু বুষ্টিং করে কাজ হবেনা বরং করতে হবে সঠিক ফেসবুক মার্কেটিং।
অন্যান্য আপডেট গুলির মতই হয়তো এটাতে এডপ্ট করতে আমাদের একটু সময় লাগবে তবে এই আপডেট কতটা ফেসবুক বিজনেসের জন্য বেনিফিট নিয়ে আসে সেতাই এখন দেখার বিষয়।
তবে যেহেতু ফেসবুক সার্ভিস বন্ধ করে এই এডস সিস্টেম আপডেট দিয়েছে আশা করা যাচ্ছে মেজর কিছু চেঞ্জে আসছেই।আর যারা নিজেরাই একটা কার্ড দিয়ে বুষ্টিং করে নিজেকে ডিজিটাল মার্কেটার ভাবছে তাদের প্রশ্নে ভরে যাচ্ছে ইনবক্স।
আমি সচারাচর এসব লোককে কোন সাহায্য করিনা কারন ফ্রীতে আমি এগুলি শিখিনি তবুও জ্ঞান বিলিয়ে দিই ফ্রীতেই,এরপরেও বেশি জানার ইচ্ছা হলে পেমেন্ট করে শিখে নিবেন কিন্তু ওমুকের সেল কি করে আমি এত লাখ টাকা করেছি এটা নিয়ে জানতে চাইবেন না।
বিঃদ্রঃ এই সময়ে অনেকের পেজ রেস্ট্রিক্টেড হয়েছে এবং হচ্ছে,এই পেজগুলিতে সঠিকভাবে এপ্লাই করতে পারলে আবার ফেরত দিবে কিন্তু যেটাই করবেন বুঝে শুনে করুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *