Facebook Marketing Strategy

M
ফেসবুকের মাধ্যমে ব্যাবসা করতে গেলে আপনাকে, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি অবশ্যই ফলো করতে হবে এবং সেখানে ভালো করতে হবে অবশ্যই একটি নিয়ম মেনে চলতে হবে।আজকের পোষ্টে আমি মুলত এইগুলি নিয়েই আলোচনা করবো।

ফেসবুক পেজকে করতে হবে প্রফেশনাল
লক্ষ্য হতে হবে স্থির
লক্ষ্য হোক দীর্ঘমেয়াদী
পন্যের উপস্থাপন হতে হবে সুন্দর
কন্টেন্ট হতে হবে ইউনিক
কথা ও কাজের মেলবন্ধন হতে হবে সুন্দর
ধারাবাহিকতা থাকতে হবে কাজের
নির্ধারন করতে হবে বাজেট, আস্তে আস্তে বাড়াতে হবে
মিনিমাম ৬ মাস, উদ্যোগের টাকা থেকে কোন জায়গায় টাকা নেয়া বা খরচ করা যাবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *