Facebook Post Boost করার সময় ইমেজ কয়টা দেয়া যাবে?

এই প্রশ্নটাও মোটামুটি একটা কমন ইস্যুতে পরিণত হয়েছে।আমি আগের অনেক পোষ্টে উল্লেখ করেছি,কিভাবে কাজ করলে ভালো ফলাফল পাওয়া যাবে।যাদের সময় আছে তারা সার্চ করে পড়তে পারেন আর যাদের সময় নেই তাদের জন্য আমার কোন সলিউশন নেই আসলে।
আমি বারবার একটা কথা বলি- আপনার সকল ক্রেতার রুচির সাথে আপনার রুচির মিল আছে,তা নাহলে আপনার পন্য উনি কিনতেন না।
একটু ব্যাখা করি-
আপনি নিশ্চয়ই পৃথিবীর সকল পন্য নিয়ে কাজ করেন না।আবার আপনার অনলাইন শপে সকল পন্যের কালেকশন কিংবা তার ছবি আপনার কাছে থাকেনা।তাহলে একজন ক্রেতা মুলত আপনার রুচি ও পছন্দ অনুযায়ী কালেকশনে থাকা পন্যগুলির ছবি থেকেই,তার পছন্দের পন্যটি ক্রয় করে থাকেন।
এখানেই আপনাদের করা প্রশ্নের উত্তর আছে।ভেবে দেখুন তো, আপনার সামনে ফেসবুকে একটা বিজ্ঞাপন এলো।আপনি দেখলেন ঐ পোষ্টে উল্লেখ করা আছে ৭০ টি ছবি,আর একটাতে আছে ১০০ টি,একটাতে আছে ২০ টি আবার একটাতে আছে ৫ টি,একটাতে আছে ৪ টি।
🔰 আপনি কয়টা দেখবেন?
আমরা মুলত আমাদের চোখের সামনে যেকোন ডিজাইন বা ছবিকে ৩ সেকেন্ড সময়ের মধ্যে দেখি।যদি ঐ সময়ের মধ্যে কোন কন্টেন্ট/ডিজাইন/ছবি আমাদের ভালো লাগে,তাহলে আমরা আবার সময় নিয়ে সেটাকে দেখতে থাকি।
যেহেতু,ফেসবুক এডে মুলত ৪ টা ইমেজ উপরেই থাকে এবং প্রথমে ভিজিবল হয় তাই ৪/৫ টা থেকে সর্বোচ্চ ১০/১৫ টা ইমেজ দেয়া ভালো।
🔰 বেশি ইমেজ দিলে কি সমস্যা হয়?
ফেসবুকে কোন কন্টেন্ট আমরা যখন পাবলিশ করি,তখন সেটা আপনার ফেসবুক পেজে বা আইডিতে থাকা মাত্র ৫% মানুষের কাছে অর্গানিকভাবে রিচ করে।ধরুন,১০ জন মানুষের ওয়ালে গেলো ঐ পোষ্ট টা।
এখন ৮ জন মানুষই সব ছবিতে ক্লিক করে দেখলোনা।তখন ফেসবুক এলগরিদম ভেবে নেয় যে এই কন্টেন্ট টা ইন্টারেস্টিং নয় অডিয়েন্সের কাছে।অডিয়েন্স এটাকে গ্রহনযোগ্য মনে করছেনা।এইজন্য সে আর এটাকে অর্গানিকভাবে রিচ করেনা।
** এইজন্যই অনেক পেজের রিচ একেবারে চলে যায়,যখন এমন নন-ইন্টারেষ্টিং কন্টেন্ট বেশি হয়ে যায়।
এমন কন্টেন্ট বুষ্ট করলেও আসলে একই অবস্থা হয়,বাজেট যেমনই হোক না কেন,ফেসবুক যখন দেখে যে অডিয়েন্স ইন্টারেক্ট করছেনা বা এনগেজমেন্ট কম থাকছে,তখন সেটাকে আর ভালো করেনা।
🔰 এনগেজমেন্ট কিভাবে কমে যায়?
আপনি নরমালি ভাবেন,যখন ২০ টা ইমেজ দিবেন আর মানুষ ৩/৪ টা দেখে চলে যাবে,তখন ঐ কন্টেন্টের কি বেহাল দশা হবে।এই কন্টেন্ট কে টেনে তুলতে গেলে আপনার বাজেট হতে হবে,অন্যদের সবার থেকে বেশি।
অর্থাৎ, ঐ টাইপের প্রোডাক্টের যদি ১০০ টা এড চলে, আপনার বাজেট হতে হবে তাদের সবার চেয়ে বেশি।এইজন্য আমার সাথে কাজ করাটা টাফ।
আমি সব সময় সকল বিষয় জানিয়ে কাজ করতে পছন্দ করি।আমার আইটি ফার্ম সব সময় সকল ইস্যু নিয়ে টেক্সট কন্টেন্ট আকারে কিংবা ভিডিও দিয়েই বোঝায়।
সমস্যাটা হলো- আমরা পড়বোনা,জানবোও না।আমরা শুধু একটা এজেন্সিকে কিংবা বাড়িতে বসে কাজ করা একজন আতি-পাতি ডিজিটাল মার্কেটার (বাস্তবে কিছুই জানেনা) কে বলবো- এতদিন, এত ডলার দিয়ে বুষ্ট করে দেন আর ভাবে, সেল আসবে প্রচুর।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *