Facebook Profile Professional Mode এর সুবিধা ও অসুবিধাসমুহ-

সুবিধাসমুহ-
  • প্রফেশজনাল মোডের আউটলুক টা সুন্দর
  • প্রফেশনাল মোডের রিচ বেশি, অর্থাৎ অডিয়েন্স গ্রো করা সহজ
  • প্রফেশনাল মোড অন থাকলে আর্নিং করার সুবিধা পাবেন
  • প্রফেশনাল মোড থাকলে পাবেন একটা ড্যাশবোর্ড,যেটার সাহায্যে প্রোফাইলের রিচ,এংগেজমেন্ট সবই দেখতে পারবেন।
অসুবিধাসমুহ-
  • আপনাকে কেউ ফ্রেন্ড রিকুয়েষ্ট দিতে পারবেনা কিন্তু নিজে পারবেন।
  • আর্নিং সুবিধা অন করলেও বাংলাদেশীদের কোন আইডিতে এখনো রিলিস সুবিধা নাই,তাই আর্নিং এর সুবিধা এখন পাবেন না।
  • লক করা আইডিকে প্রফেশনাল বানালে,আপনি আর এটাকে আনলক করতে পারবেন না।
  • যেহেতূ এটা এখনো ফেসবুকের নতুন একটা ফিচার তাই এর এখনো অনেক বাগ/এরর আছে।চাইলেই সব ফিচার এভেইলাবল না।
এইজন্য বুদ্ধিমানের কাজ হলো-প্রফেশনাল মোডের নোটিফিকেশন পেলেই সেটা অন না করা।আরো সময় যাক এবং সুবিধাগুলি আস্তে আস্তে আসুক সব,তবেই আপনারা এটি অন করুন।

প্রশ্নটা ওপেন করেছিলেন অনেকেই কিন্তু লেখাটা চেয়েছিলেন Tania Islam আপু।আপনার জন্যই লেখাটা,সকলেই শেয়ার করে দিন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *