Financial Freedom বা অর্থনৈতিক স্বাধীনতা পেতে গেলে

Financial Freedom বা অর্থনৈতিক স্বাধীনতা পেতে গেলে আপনার যা করা উচিত-
অনেকেই ভাবেন,বয়স হয়ে গেছে তাই হয়তো আর সম্ভব না।আসলে বয়স কখনোই কোন ম্যাটার না।সব নির্ভর করে আপনার মনের উপরে।
1️⃣ শুরু নিজের ইনকামের ৩০% সেভ করুন নতুন কোন জায়গায় ইনভেস্ট করার জন্য।খরচের কারনে না পারলে,আয় বাড়াতে হবে তবে খরচ নয়।
2️⃣ একটা প্রোপার স্কিল শিখুন সেটা যেকোন বয়সেই শেখা যাবে।আপনি চাইলেই সেটা সম্বব আর ইন্টারনেট থাকতে কেউ যদি বলে কি শিখবো তাহলে সে বোকা।
3️⃣ কিছু টাকা হলেই বাড়ি গাড়ি নয়।আগে করা উচিত নিজস্ব সম্পদ। থাকার জন্য বাড়ি হলো Liability আর গাড়ি হলো ডিপ্রিসিয়েশন এসেট।তাই আগে বুঝতে হবে কোন জিনিসটা আমার সম্পদ আর কোনটা আমার জন্য বার্ডেন।
4️⃣ একটিভ ইনকাম থাকাকালীন একটা প্যাসিভ সোর্স তৈরি করুন।ততদিন পর্যন্ত সেখানে শ্রম ও সময় দিতে হবে,যতদিন পর্যন্ত প্যাসিভ সোর্সের ইনকাম আমার মুল ইনকাম থেকে বড় না হচ্ছে।
5️⃣ ক্রেডিট কার্ড,বাড়ির লোন,গাড়ির লোন আপনাকে মুকত ডুবিয়ে দিতে থাকে এগুলির খপ্পড়ে পড়া যাবেনা, আর এগুলি এড়িয়ে যাওয়াটাই ভালো।
6️⃣ নিজের লেভেলের চেয়ে একটু নিচে বসবাস করা উচিত।যেমন ধরেন, Iphone 16 আর Iphone 17 এর মধ্যে পার্থক্য অনেক বেশি না।আপনি চাইলেই এই একটা জেনারেশন গ্যাপ দিলে ৫০০০০ টাকা সেভ করতে পারবেন।Want আর Need এর মধ্যে পার্থক্য বের করুন।
7️⃣ টাকা জমিয়ে বড়লোক হওয়া যায় এটা ভুল।টাকা রি ইনভেস্ট করতে হয় আর এজন্য খরচ কমাতে হবে আর ইনকাম বাড়িয়ে নিতে হবে।শো-অফ বন্ধ করলেই হবে।
8️⃣ সৎ থাকুন,হালাল উপার্জন করুন এবং বাবা-মা এর হক আদায় করুন।রিজিক ও ইনকামে অনেক বড় রহমত কাজ করে।
9️⃣ মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করতে হবে আর প্যাসিভ আর্নিং করা শিখতে হবে।
🔟 Long-Term এ ভাবতে শিখতে হবে কখনোই এই Short-Term প্ল্যান করা যাবেনা।
Play the Marathon.
যারা Financially Stable বা আমাদের চোখে ধনী, তারা ভাগ্যবান এমন নয়।তারা মুলত Consistent ও Hardworking People একইসাথে Disciplined ও বটে।
এই ১০ টা অভ্যাসের মধ্যে কোনটা আপনার আছে? আর কোন কোন পয়েন্ট আপনি আয়ত্ত করতে চান সেটা কমেন্টে জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *