ফেসবুক আইডি হ্যাক সংক্রান্ত এবং হ্যাকিং থেকে বাঁচতে কি করনীয় সেটা নিয়ে আমি আগেও লিখেছি,তবুও আপনাদের সাবধানতা নেই।আসলে এত পড়ার সময় নেই।
আজ সকালে Shetu Akter আপুর ম্যাসেজ পেয়ে ভাবলাম আমার এটা লেখা উচিত আবার।
মুলত two step verification & Trusted Contact select করা থাকলেই আইডি সিকিউরড বলা যাবেনা, এরসাথে আপনার জন্ম তারিখ ও ইমেল এক্সেস টা বন্ধ করতে হবে সবার জন্য।
তবে এতকিছুর পরেও আইডি হ্যাক হয়,কারন হলো আমাদের অজ্ঞতা।
ধরুন- সিলভী সোলায়মান কে কেউ বললো- আপু ওমুক সাইটে তোমার ইমেজ দেখলাম,এই দেখো লিংক।
এটা শুনেই সিলভী যদি ঐ লিংকে ক্লিক করে আর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তাহলেই তো কেল্লা ফতে।
কখনোই কারো দেয়া এসব ফিশিং লিংকে ক্লিক করবেন না,এসব লিংকে ক্লিক করে নিজের আইডিকে কোমায় পাঠাবেন না।
মেয়েদের উচিত আরো বেশি করে সচেতন থাকা।