এবার জেনে নেওয়া যাক আপনি কিভাবে ইমেলে ইমেইলে ছবি বা ফাইল সংযুক্ত (attach) করবেন ।
আপনি নিজের মেইলে ছবি , excel ফাইল , PDF ফাইল বা অন্য যেকোনো ফাইল পাঠাতে চাচ্ছেন।
তাহলে সেটাও আপনি নিজের ইমেল আইডি থেকে পাঠাতে পারবেন ।
আপনি যখন কাউকে ইমেইল লিখবেন তখন নিচের ছবির দিকে তাকান একটি পিন টাইপ আইকন আছে ঐখানে ক্লিক করুন।
ক্লিক করার পরে দেখবেন Attach File ও Send from drive দুইটি অপশন আসবে।
এখান থেকে আপনি যদি আপনার SD Card কিংবা মোবাইল মেমোরি থেকে কোন ডকুমেন্টস কাউকে পাঠাতে চান তাহলে সেটির জন্য Attach File এ ক্লিক করবেন।
এছাড়া আপনি যদি কোন ডকুমেন্টস গুগল ড্রাইভ থেকে কাউকে দিতে চান তাহলে পরের অপশন টিতে ক্লিক করুন।
এছাড়া গুগল ড্রাইভ থেকে লিংক দিয়ে সরাসরি সেন্ড ও করতে পারেন ( পরে লিখবো বিস্তারিত)।
আশা বক্সটির নিচে
আপনার নিজের জিমেইল ড্যাশবোর্ডের বামদিকে “inbox” লিংকে ক্লিক করে দেখতে পাবেন। এই ইনবক্সে আপনি আপনার সব গ্রহণ করা মেইলগুলি দেখতে পারবেন।
আর আপনার পাঠানো সকল মেইল পাবেন Send মেনুতে।