Gmail

Gmail Attach file করবেন কিভাবে ?

এবার জেনে নেওয়া যাক আপনি কিভাবে ইমেলে ইমেইলে ছবি বা ফাইল সংযুক্ত (attach) করবেন ।
আপনি নিজের মেইলে ছবি , excel ফাইল , PDF ফাইল বা অন্য যেকোনো ফাইল পাঠাতে চাচ্ছেন।
তাহলে সেটাও আপনি নিজের ইমেল আইডি থেকে পাঠাতে পারবেন ।
আপনি যখন কাউকে ইমেইল লিখবেন তখন নিচের ছবির দিকে তাকান একটি পিন টাইপ আইকন আছে ঐখানে ক্লিক করুন।
ক্লিক করার পরে দেখবেন Attach File ও Send from drive দুইটি অপশন আসবে।
এখান থেকে আপনি যদি আপনার SD Card কিংবা মোবাইল মেমোরি থেকে কোন ডকুমেন্টস কাউকে পাঠাতে চান তাহলে সেটির জন্য Attach File এ ক্লিক করবেন।
এছাড়া আপনি যদি কোন ডকুমেন্টস গুগল ড্রাইভ থেকে কাউকে দিতে চান তাহলে পরের অপশন টিতে ক্লিক করুন।
এছাড়া গুগল ড্রাইভ থেকে লিংক দিয়ে সরাসরি সেন্ড ও করতে পারেন ( পরে লিখবো বিস্তারিত)।
আশা বক্সটির নিচে
ইমেল গ্রহন (receive) :
আপনার নিজের জিমেইল ড্যাশবোর্ডের বামদিকে “inbox” লিংকে ক্লিক করে দেখতে পাবেন। এই ইনবক্সে আপনি আপনার সব গ্রহণ করা মেইলগুলি দেখতে পারবেন।
আর আপনার পাঠানো সকল মেইল পাবেন Send মেনুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *