Google বলছে My Business কি? আমি বলছি কি দরকার? (পর্ব-০১)

আমরা যারা অনলাইনে বিজনে করছি কিংবা করার প্ল্যানিং করেছি তারা সকলেই জানি যে ডিজিটাল প্লাটফর্ম ছাড়া চিন্তা করা অসম্ভব।
আচ্ছা এইজন্য গুগল কি বলছে?
চলুন জেনে নিই যে Google My Business কি?
GOOGLE MY BUSINESS এমন একটি সার্ভিস যা গুগলের মাধ্যমে আপনার বিজনেস বা প্রতিষ্ঠান বা সংস্থার অনলাইন আইডেন্টিটি নিশ্চিত করে।
এর ফলে আপনার বিজনেস গুগল সার্চ রেজাল্ট পেজে, গুগল সাজেস্ট অপশনে এবং গুগল ম্যাপে সহজে খুঁজে পাওয়া যায়।
আপনার বিজনেসের নাম লিখে গুগলে সার্চ করলে কম্পিউটারের ডান পাশে
এবং মোবাইলে উপরের দিকে একটা বক্সের মধ্যে বিজনেস লোকেশন, ফটো,
এড্রেস সহ বিভিন্ন তথ্য দেখা যায়। আবার আপনার কোন সর্ভিস বা ক্যাটাগরি লিখে সার্চ করলে
সার্চ রেজাল্টে ম্যাপ সহ বিজনেস এর নাম ও আরো কিছু তথ্য দেখায়। GOOGLE MY BUSINESS পেজ তৈরি এবং
কাস্টোমাইজ করার ফলে এই তথ্যগুলি প্রদর্শন করে।
GOOGLE MY BUSINESS সম্পর্কে কিছু তথ্য,
1. ৮০ শতাংশ মানুষ লোকাল বিজনেস ইনফরমেশনের জন্য গুগলে সার্চ করে।
2. Google My Business এর মাধ্যমে আপনার বিজনেস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গুগলে প্রদর্শিত হয়।
3. সরাসরি Google My Business পেজের মাধ্যমে বিভিন্ন পোস্ট,
অফার বা ইভেন্ট শেয়ার করা যায়। এই পোস্টে Buy Button, Book Now Button বা Website Link Button এ্যাড করা যায়।
4. Google My Business থেকে বিনামুল্যে সাব-ডোমেইনে ওয়েবাসাইট বানাতে পারেন আপনার বিজনেসের জন্য অথবা আপনার ওয়েবসাইটও অ্যাড করতে পারবেন।
5. Google Adwords সরাসরি ম্যানেজ করা যায় এবং প্রয়োজন অনুসারে ক্যাম্পেইন রান করা যায়।
6. Google My Business থেকে সহজেই Insight রিপোর্ট পাওয়া যায়।
এজন্য, GOOGLE MY BUSINESS – লোকাল বিজনেস এবং লোকাল SEO এর গুরুত্বপূর্ণ একটি পার্ট।
কোন বিজনেসের ডিজিটাল উপিস্থিতি বা ডিজিটাল মার্কেটিং এর জন্য
যেসব কাজ করা হয় তার বেশিরভাগ অংশ দখল করে থাকে Google My Business।
এটি খুব গুরুত্বপূর্ণ সার্ভিস, বিজনেস কে কাস্টমারদের সাথে কানেক্ট করার জন্য।
লোকাল SEO বা যে কোন ধরনের বিজনেস ব্রান্ডিং এবং মার্কেটিং এর জন্য এটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে।
আমি বলছি কি দরকার?
নাহ থাক পরের পর্বে লিখবো।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *