IELTS বেসিক ধারণা পার্ট-১

সূচনাঃ আজকাল অনেকেই উচ্চ শিক্ষার স্থান হিসেবে বিদেশকে বেছে নিচ্ছেন। আর বিদেশে পড়াশুনা করতে গেলে অধিকাংশ দেশেই ইংরেজি ভাষার ভাষাজ্ঞান যাচাই করে থাকে। এ ভাষাজ্ঞান নির্ণয়ের জন্য অনেক ধরনের টেস্টিং ফরম্যাট থাকলেও সবচেয়ে বেশী যে টেস্টকে তারা প্রাধান্য দেন সেটি হলো IELTS Test। এ কারনেই আমাদের পক্ষ থেকে এ উদ্যোগ। আমরা ধারাবাহিকভাবে এই পরীক্ষার বিস্তারিত আলোচনা করব। তাই একটি পার্ট পড়েই ক্ষান্ত না হয়ে পরবর্তী পার্টগুলির জন্য অপেক্ষা করুন। আজকের বিষয় IELTS Test এর বেসিক ধারণা। যদি আজকের লিখার উপর কোন প্রশ্ন থাকে তবে কমেন্টে জানান। ত চলুন শুরু করা যাক।

IELTS Test কি?
IELTS = International English Language Testing System। এটি বিশ্বের সবচেয়ে বড় ইংরেজি ভাষার একটি পরীক্ষা। বিশ্বের অধিকাংশ দেশেই এই পরীক্ষা দেবার সেন্টার রয়েছে। অর্থাৎ এটি এমন একটি পরীক্ষা যা বিশ্বের সকল দেশেই গ্রহণযোগ্য।

IELTS Test দু ধরনের। যথাঃ ১) IELTS Academic এবং ২) IELTS General Training।

১) IELTS Academic: সাধারণত যারা বিদেশে উচ্চ শিক্ষার জন্য যান বা বিদেশের কোন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য এই টেস্ট।

২) IELTS General Training : এই টেস্টটি দিতে হয় সাধারণত যারা বিদেশে চাকুরি বা কোন ধরনের কাজ করতে যান বা বিদেশে বসবাসের উদ্দেশ্যে যান তাদেরকে।

পরীক্ষা সিস্টেমঃ এই পরীক্ষা দুটি ভাবে দেয়া যায়। ১) পেপার বেজড এবং ২) কম্পিউটার বেজড। উভয় ক্ষেত্রে স্পিকিং টেস্ট একই যা নিচে দেয়া আছে কিন্তু অন্য ৩টি অংশ আলাদা।

১) পেপার বেজডঃ এই সিস্টেমে রিডিং, রাইটিং ও লিসেনিং ৩টি অংশেই পেপার বা কাগজে কলম দিয়ে লিখে উত্তর প্রদান করতে হয়।

২) কম্পিউটার বেজডঃ এই সিস্টেমে কোন কাগজ দেয়া হয়না। রিডিং, রাইটিং ও লিসেনিং ৩টি অংশের উত্তরই কম্পিউটারে টাইপ করে প্রদান করতে হয়।

ইংরেজী জানার এই ভাষা পরীক্ষায় ৪টি পার্ট রয়েছেঃ
✅ IELTS Speaking: এটি সামনাসামনি বসে কথপোকথন এর একটি ইনফরমাল টেস্ট যেখানে একজন এক্সামিনার একজন পরীক্ষার্থীর টেস্ট গ্রহণ করে থাকেন। এই পরীক্ষায় আবার ৩টি পার্ট এ প্রশ্ন-উত্তর পর্ব চলে যেখানে এক্সামিনার ১১-১৪ মিনিট সময় নেন। সকল IELTS পরীক্ষার্থীকেই এই একই ধরনের টেস্ট প্রদান করতে হয়। অর্থাৎ IELTS Academic বা IELTS General Training যেটাই দিক না কেন।

IELTS Listening: এই অংশে ৩০ মিনিটের অডিও শুনে ৪০টি প্রশ্নের উত্তর দিতে হয়। সকল পরীক্ষার্থীকেই একই ধরনের এ পরীক্ষা দিতে হয়। এই অংশের মোট সময় ৪০ মিনিট। ৪টি অডিও ক্লিপ শুনানো হবে এই অংশে। এই ৪টি অডিওর মোট সময় ৩০ মিনিট। প্রতিবারে ১টি করে অডিও শুনে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে মোট প্রশ্ন থাকবে ৪০টি।

IELTS Reading: এই অংশে ৩টি রিডিং প্যাসেজ পড়ে ৪০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। সময় ১ঘন্টা। এই অংশটি কিন্তু IELTS Academic এবং IELTS General Training এই দুই অংশে বিভক্ত।

IELTS Writing: এই পার্টে আবার দুটি কাজ সম্পন্ন করতে হয়। Task-1 এবং Task-2। যারা একাডেমিক পরীক্ষার্থী তাদের জন্য Task-1 থাকবে বা লিখতে হবে একটি চার্ট/গ্রাফ/ম্যাপ/টেবিল ইত্যাদির একটি সংক্ষিপ্ত রিপোর্ট। অন্যদিকে যারা জেনারেল ট্রেইনিং পরীক্ষার্থী তাদের জন্য Task-1 হিসেবে একটি চিঠি লিখতে হবে। আর Task-2 টি একাডেমিক বা জেনারেল ট্রেইনিং দুই ধরনের পরীক্ষার্থীর জন্য একই। Task-2 হিসেবে একটি রচনা লিখতে হবে। উভয় পরীক্ষার্থীর (একাডেমিক/জেনারেল ট্রেইনিং) জন্য এই অংশে সময় ১ ঘন্টা।

আজ এ পর্যন্তই।

বিঃ দ্রঃ সকল অংশের বিস্তারিত পার্ট বাই পার্ট লিখব আশা করি। বহু প্রশ্ন থাকবে মনে। তাই চিন্তিত না হয়ে পরবর্তী পার্টগুলির অপেক্ষায় থাকুন।

ধন্যবাদান্তে Tahmid Sadik স্যার।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *