“Look alike audience” কেন এত গুরুত্বপূর্ণ?

আমার বন্ধু Afifa Jhumu এর করা প্রশ্নের আলোকে আজকে এই নিয়ে ৬ষ্ঠ কন্টেন্ট দিচ্ছি “Look alike audience” নিয়ে।এটাই শেষ পর্ব। যারা আগের পর্ব গুলি পড়েন নাই তারাও পড়ে নিলে উপকার পাবেন।
আমি আগেই বলেছি এই অডিয়েন্সের মাধ্যমে একদম ব্রান্ড নিউ কাস্টমার আপনি খুঁজে পেতে পারেন। বার বার একই টারগেটিং সেটিংস করে এড রান করার ফলে প্রথম দিকে ভাল ফলাফল পেলেও একটা পর্যায়ে এসে তা কমতে থাকবে।
কেননা, পুরাতন অডিয়েন্স আর রেসপন্স করবে না অথবা এটার হিতে বিপরীতও হতে পারে। যেমন ধরুন কেউ আপনার একই ধরনের এড বার বার দেখতে দেখতে বিরক্তবোধ করতে পারে। কেউ যদি আপনার এড হাইড করে দেয় তখন ফেসবুক এটাকে নেগেটিভ ফিডব্যাক হিসাবে গণ্য করবে। তখন আপনার এড ভাল পারফর্ম করবে না।
সুতরাং “Look alike audience”এর মাধ্যমে আপনি নতুন অডিয়ান্স এর কাছে আপনার পণ্য বা সেবা পোঁছে দিতে পারবেন।
আমি আমার কিছু কাস্টমারের টার্গেট অডিয়েন্স অর্থাৎ ইন্টারেস্ট, ডেমগ্রাফিক ইনফো এবং আচরণগুলো ম্যানুয়ালি সেটিংস করে এতদিন ধরে এড বুস্ট করে আসি যেটা ওনারা কেউ হয়তো জানেন ও না। আসলে বড় বড় এজেন্সি গুলির কাজ করলে আপনাকে অবশ্যই কৌশলি হতে হবে,কেননা ওনারা মাসে ১৫০০ থেকে ২০০০ ডলারের সার্ভিস নেন।তাই তাদের কথা আমাকে আলাদা করেই ভাবতে হয়।
এর ফলে ওনারা অনেক ভাল সেল পাচ্ছেন। তাঁদের পেজ লাইকও অনেক বাড়ছে। কেউ কেউ হয়ত রিচ কম পাচ্ছে কিন্তু ফলাফল ভাল পাচ্ছে।আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে জানালাম,অবশ্যই কতামত দিয়ে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *