“Look alike audience” তৈরি করার আগে জেনে নিন কিছু তথ্য-

 

১। যে পেজ বা পিক্সেল ডাটা ব্যবহার করে আপনি ‘লুক-এ-লাইক অডিয়ান্স’ তৈরি করবেন তার এডমিন এর ভূমিকা আপনার থাকতে হবে।
২। আপনি যদি কাস্টম অডিয়ান্স থেকে ‘লুক-এ-লাইক অডিয়ান্স’ তৈরি করতে চান তাহলে আপনাকে ঐ কাস্টম অডিয়ান্স এর ক্রিয়েটর হতে হবে।
৩। আপনি যদি মোবাইল অ্যাপ ডাটা ইন্সটল থেকে ‘লুক-এ-লাইক অডিয়ান্স’ তৈরি করতে চান তাহলে আপনাকে তার ডেভেলপার হতে হবে।
৪। একটা ‘লুক-এ-লাইক অডিয়ান্স’ তৈরি করার পর তা কার্যকর হতে ৬ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। এর পর প্রতি তিন থেকে সাতদিনে এটা রিফ্রেশ হবে যতক্ষণ না আপনি কার্যকরভাবে এড টারগেটিং করবেন।
৫। ‘লুক-এ-লাইক অডিয়ান্স’ ব্যবহার করার জন্য এটার এড টারগেটিং আপডেট হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করার দরকার নেই।
৬। ‘লুক-এ-লাইক অডিয়ান্স’ যখন আপডেট হবে সেটা আপনি ‘অডিয়ান্স ম্যানেজার’ পেজ থেকেই জানতে পারবেন এবং কলামের নিচে এটার তারিখ দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *