আমাদের সফটওয়্যার টি ইউজ করেন,সর্বোচ্চ ভালো মানের সেবা পাবেন।কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ।
ম্যানুয়ালি হিসাব করেন,অনেক সময় যাচ্ছে।নিজেই কাজ করে হিমশিম খাচ্ছেন,ফ্যামিলিকে টাইম দিতে পারছেন না।আমাদের বানানো “Sellsfie” ব্যবহার করে দিনে অন্তত ২ ঘন্টা সময় বাঁচাতে পারবেন।সেই সময়ে আপনি চাইলে পরিবারের সাথে মুভি দেখা কিংবা বাচ্চার সাথে ফুটবল খেলেও কাটাতে পারেন।
দুইটাই কন্টেন্ট কিন্তু একটা হলো সেলস কন্টেন্ট আর একটা হলো স্টোরি টেলিং।স্টোরি টেলিং মানেই গল্প বলা নয় বরং ইমোশোনালি কাউকে এটাচ করা।
রেগুলার সেল কন্টেন্টের চেয়ে স্টোরি টেলিং কত গুরুত্বপূর্ণ বুঝেন।