Marketing Strategy তে আমাদের ভুলগুলি

আমাদের সেল করার টেকনিক হলো- আরামদায়ক কাপড় এবং বেস্ট কোয়ালিটির,কারন আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করিনা।
অথচ এই কথাটা হওয়া উচিত ছিলো- “গরমের দিনে আপনাকে প্রশান্তি দিতে এটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।কেননা এটি পিউওর কটন কাপড়।”
মনে রাখুন- আপনার মুল উদ্দেশ্য পন্য সেল করা নয়, আপনার উদ্দেশ্য হলো- ট্রান্সফরমেশন সেল করা।
যেমন- ডায়মন্ড নোস পিন সেল করিনা,সেল করি- a piece of your partners Happiness.
ইলিশ সেল করিনা,সেল করি- “আপনার কষ্টের টাকায় সঠিক স্বাদের মাছ খাবার তৃপ্তি কিংবা আপনার অতিথিদের আপ্যায়নের জন্য একটা মাধ্যম যা আপনাকে গর্বিত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *